অধ্যাপিকা লাবণ্য, বৃদ্ধাশ্রমে অমিত, মুক্তি পেল টিজ়ার
RBN Web Desk: চেরাপুঞ্জির গিরিশৃঙ্গ যখন নব বর্ষার মেঘদলের পুঞ্জিত আক্রমণ আপন বুক দিয়ে ঠেকিয়েছিল, ঠিক তখনই শিলংয়ের পাহাড় ঘেরা পথে যেতে যেতে দেখা হয়েছিল তাদের। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ শেষ হয়েছিল বিচ্ছেদে। অমিত নতুন জীবন শুরু করে কেতকীর সঙ্গে এবং অমিতের বন্যাও পুরোনো স্মৃতিকে বুকের বামপাশে রেখে শোভনলালের সঙ্গে বিয়েতে রাজি হয়ে যায়। রবীন্দ্রনাথ এখানেই তাঁর দীর্ঘ এই কবিতার ইতি টানলেও পাঠকের মনে প্রশ্ন থেকে যায়, তারপর কি হল?
সেই প্রশ্নেরই উত্তর খুঁজতে আসছে পরিচালক জিৎ চক্রবর্তীর নতুন ছবি ‘শেষের গল্প’। সম্প্রতি মুক্তি পেল এই ছবির টিজ়ার।
এই ছবিটি ‘শেষের কবিতা’র পরবর্তী অংশের যেখানে স্ত্রী কেতকীর মৃত্যুর পর অমিত একটি বৃদ্ধাশ্রম চালায়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বহুদিন অধ্যাপনা করার পর অবসর নিয়ে দেশে ফিরছে লাবণ্য। সেই বৃদ্ধাশ্রমেই একদিন হঠাৎ দেখা হয়ে যায় দুজনের। এরপর কি হয় তাই নিয়েই এই ছবি।
বিবাহ যখন বিভ্রাট হয়ে যায়
‘শেষের গল্প’-তে অমিত ও লাবণ্যর ভূমিকায় অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও মমতা শংকর। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কল্যান চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, পল্লবী চট্টোপাধ্যায়, অর্ণ মুখোপাধ্যায় ও দুর্গা সাঁতরা। ছবির সঙ্গীত হেঁসেল সামলেছেন জয় সরকার। গান গেয়েছেন নচিকেতা চক্রবর্তী, লোপামুদ্রা মিত্র, কৌশিকী চক্রবর্তী, রূপঙ্কর বাগচী ও অনুপম রায়।