নয়া ট্র্যাক, মোহর-শঙ্খর সম্পর্কে দূরত্ব?
RBN Web Desk: মোহরের কলেজে হাজির এক নতুন শিক্ষক। নাম রাহুল চ্যাটার্জি। এই রাহুলের আরও একটা পরিচয় আছে। ইনি শ্রেষ্ঠার দীর্ঘদিনের বন্ধু। কিছুটা শ্রেষ্ঠার প্রচেষ্টাতেই তার এই কলেজে শিক্ষক হিসেবে যোগ দেওয়া। তবে পড়ানো ছাড়াও তার আরও এক উদ্দেশ্য আছে। একসময় রাহুল আর শঙ্খ সহপাঠী ছিল। সহপাঠীর ওপর প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্য নিয়েই কলেজে যোগ দিয়েছে রাহুল। সেই প্রতিশোধের অস্ত্র হিসেবে রাহুল মোহরকে বেছে নেয়।
রাহুল মোহরকে পড়ানো শুরু করতে দেখে শঙ্খরও হিংসে হতে থাকে। এদিকে রাহুল নানা অছিলায় মোহরের সঙ্গে বেশি করে সময় কাটানো ছাড়াও তার আর শঙ্খর মধ্যে দূরত্ব তৈরি করার চেষ্টা করতে থাকে।
আরও পড়ুন: ‘নৈবেদ্য’ নিয়ে এলেন মেখলা
এই সব ঘটনায় শঙ্খ রাগারাগি করলে মোহরও অত্যন্ত বিরক্ত হয়ে তাকে বলে দেয় যে সে যেন তার ব্যক্তিগত বিষয়ে নাক না গলায়। শুরু হয় ভুল বোঝাবুঝি। মোহর আর শঙ্খকে কি আলাদা করে দিতে পারবে রাহুল আর শ্রেষ্ঠা? কোন দিকে মোড় নেবে মোহর-শঙ্খর সম্পর্ক?
এ সপ্তাহে দর্শককে এমনই দোলাচলে রাখতে চলেছ ‘মোহর’। নিজের বিয়ে ভেঙে বড় শহরে উচ্চশিক্ষা লাভের জন্য পালিয়ে আসা মোহরের জীবনের নানা গতিপথ নিয়েই এগোচ্ছে এই ধারাবাহিকের কাহিনী।
এই ধারাবাহিকের নামভূমিকায় অভিনয় করছেন সোনামণি সাহা। তাঁর বিপরীতে রয়েছেন প্রতীক সেন। শ্রেষ্ঠার চরিত্রে অভিনয় করছেন মধুরিমা বসাক। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনুশ্রী দাস, দুলাল লাহিড়ি ও অভিষেক চট্টোপাধ্যায়।
প্রতিদিন রাত ৮.০০টায় স্টার জলসায় সম্প্রচারিত হয় ‘মোহর’।