ভালোবাসার গানে হরিহরণ, বিক্রম
কলকাতা: শীতের মিঠে রোদ গায়ে মেখে, কলকাতার গড়ের মাঠ থেকে হাওড়া ব্রিজ হয়ে হাতিবাগান ঘুরে গঙ্গাবক্ষে নৌকাবিহার আর সূর্যাস্ত। সঙ্গে মন ভালো করা নতুন ছ’টি ভালোবাসার গান। এই সবকিছু একসঙ্গে, একসুরে বেঁধে ফেলেছেন পারকাশনিস্ট বিক্রম ঘোষ। আর সেই ভালোবাসার সুরে কন্ঠ দিয়েছেন হরিহরণ। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে এই যুগলের নতুন অ্যালবাম ‘ইশক’। গতকাল শহরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তাঁরা।
করোনা অতিমারীর থেকে এখনও পুরোপুরি মুক্ত নয় বিশ্ব। এই অতিমারী বিশ্ববাসীর থেকে যেমন অনেক কিছু কেড়ে নিয়েছে, তেমনই শিখিয়েছেও। দিয়েছেও অনেক কিছু, যেমন সময়। রেডিওবাংলানেট-কে বিক্রম জানালেন, “চারবছর আগে আমি একটা গান হরিজীকে পাঠাই। তারপর কাজের চাপে ব্যাপারটা আর বেশি দূর এগোয়নি। এই লকডাউনের সময় আবার এই গানগুলো আমি ওনাকে পাঠাই এবং একমাসের মধ্যে উনি ছ’টি গান মুম্বইয়ে নিজের স্টুডিওতে রেকর্ড করে পাঠিয়ে দেন। তারপর আমি মুম্বই যাই, কারণ অডিওর সব কাজ সেখানেই হয়েছে।”
সম্প্রতি লোকশিল্পী রতন কাহারের বহুপ্রচলিত ‘গেন্দাফুল’-এর রিমেক মিউজ়িক ভিডিও করেছেন বিক্রম। যা ইতিমধ্যেই চার কোটিরও বেশী মানুষ দেখে ফেলেছেন। সেই ভিডিও নেপথ্যে ছিলেন পরিচালক অরিন্দম শীল।
আরও পড়ুন: উৎসবে সৌমিত্র স্মরণ, প্রথম ছবি ‘অপুর সংসার’
“এবারও ভিডিওর সব দায়িত্ব আমি অরিন্দমকেই দিয়েছি। ইতিমেধ্যেই তিনটে গানের শুটিং হয়ে গেছে,” জানালেন বিক্রম।
উৎসবের মরশুমে শীতের আমেজ মেখে কলকাতায় শুট করতে এসে হরিহরণ জানালেন, “আসলে এই গানগুলো ‘গীত’ জঁরের। সুফি বা গজ়লের মতো গীতও সঙ্গীতের একটি ধারা যেখানে কোনও রাগ নেই, আছে শুধুই ভালোবাসা।”
ছ’টি গানের মধ্যে তিনটি গানে দেখা যাবে বাংলা ছবির তিন পরিচিত মুখ প্রিয়াঙ্কা সরকার, বিবৃতি চট্টোপাধ্যায় এবং সৌরসেনী মৈত্রকে।
‘আবর্ত’, ‘এবার শবর’, ‘ঈগলের চোখ’ খ্যাত অরিন্দম জানালেন হরিহরণের সঙ্গে তাঁর প্রথম কাজ করার অভিজ্ঞতার কথা। “আমরা পাঁচদিনে তিনটে গান শুট করেছি। সাধারণত আমাদের এইরকম চাপ নিয়েই কাজ করতেই হয়। হরিজীর মতো এত বিনয়ী মানুষ হয় না। যখন যেমন বলেছি, সাবলীলভাবে শট দিয়েছেন। তবে আমার কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল প্রত্যেকটা গানের ভাব বোঝা। প্রত্যেকটা গানে ভালোবাসার একটা আলাদা গল্প তুলে ধরাই ছিল আমার লক্ষ্য যাতে দৃশ্যগতভাবে একটার সঙ্গে আরেকটা যেন এক না হয়ে যায়,” বললেন অরিন্দম।
হরিহরণের সঙ্গে কাজ করে মুগ্ধ বিক্রম ও অরিন্দম। বিক্রম এর আগে হরিহরণের সঙ্গে কনসার্টে কাজ করলেও অ্যালবাম এই প্রথম।
‘ইশক’-এ তিনটি গানের কথা লিখেছেন সুগত গুহ, দুটি রাজীব পাণ্ডে ও একটি সঞ্জীব তিওয়ারী।
ছবি: অঙ্কিতা দাশ