ওঠেনি নিষেধাজ্ঞা, আটকে ফিরদৌস অভিনীত ছবির কাজ
RBN Web Desk: ভারতে এখনও প্রবেশ নিষেধ বাংলাদেশী অভিনেতা ফিরদৌস আহমেদের। তাই আটকে রয়েছে নির্মল চক্রবর্তী পরিচালিত ‘দত্তা’ ছবির কাজ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একই নামের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে এই ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও জয় সেনগুপ্ত।
এপ্রিলে ব্যবসায়িক ভিসা নিয়ে ভারতে এসে লোকসভা ভোটের আগে একটি রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেন ফিরদৌস। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ফিরদৌসকে বাংলাদেশে ফিরে যাওয়ার নির্দেশ দেয় এবং ছ’মাসের জন্য তাঁকে কালো তালিকাভূক্ত করা হয়। সেই মেয়াদ শেষ হওয়ার কথা অক্টোবরে।
এর আগে ঋতুপর্ণা ও ফিরদৌসকে নিয়ে বোলপুরে ‘দত্তা’র আউটডোর শ্যুটিং অনেকটাই সেরে ফেরেছিলেন পরিচালক। কিন্তু তারপরেই ভিসা সংক্রান্ত ঝামেলায় জড়িয়ে পড়েন ফিরদৌস। ইন্ডোর শ্যুটিং শুরু হওয়ার আগেই তাঁকে দেশে ফিরে যেতে হয়।
আরও পড়ুন: ভাগ্য আর কর্মফল থেকে মুক্তির পথ খোঁজার থ্রিলার
সংবাদমাধ্যমকে এই অভিনেতা জানিয়েছেন যে তিনি ঢাকায় ভারতীয় হাইকমিশনের সঙ্গে কথা বলেছেন। সেখান থেকে তাঁকে জানিয়ে দেওয়া হয় যে দিল্লির অনুমতি না পাওয়া পর্যন্ত কিছুই করা সম্ভব নয়।
ফিরদৌসের পরিবর্তে অন্য কোনও অভিনেতাকে নিলে ছবির খরচা বেড়ে যাবে অনেকটাই। তাই তাঁর ওপর থেকে ভারতে প্রবেশের নিষেধাজ্ঞা না ওঠা পর্যন্ত ছবির অন্যান্য কাজ এগিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা সংস্থা ও পরিচালক।