সৌমিত্রকে নিয়ে ভুয়ো খবর, ব্যক্তিগত আক্রমণে ক্ষুব্ধ পৌলমী

RBN Web Desk: প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় লাগাতার ভুয়ো খবর ছড়াচ্ছে। বিষয়টি নিয়ে বিরক্ত তাঁর কন্যা, নাট্যকর্মী পৌলমী বসু। তবে শুধুমাত্র ভুয়ো খবরই নয়, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একাংশের ব্যক্তিগত আক্রমণেরও শিকার হয়েছেন পৌলমী। এই ঘটনার তীব্র প্রতিবাদ করে এবার ফেসবুকে মুখ খুললেন তিনি। সঙ্গে সেইসব তির্যক মন্তব্য এবং ভুয়ো খবরের একাধিক স্ক্রিনশটও গতকাল শেয়ার করেছেন তিনি।

পৌলমীর শেয়ার করা স্ক্রিনশটগুলিতে দেখা যাচ্ছে চট্টোপাধ্যায় পরিবার সম্পর্কে ভুল তথ্য প্রকাশ করা হয়েছে। সৌমিত্রর ছেলের নাম হিসেবে বাচিকশিল্পী সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়ের নাম লেখা হয়েছে। এই প্রসঙ্গে সুজয় সংবাদমাধ্যমকে জানান যে ঘটনাটা তাঁর নজরে এসেছে এবং তিনি অত্যন্ত ক্ষুব্ধ। একজন বর্ষীয়ান মানুষ যখন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, তখন তাঁর পরিবারকে এইভাবে অপমান করা কখনও উচিত নয় বলে জানিয়েছেন সুজয়।

প্রসঙ্গত, সৌমিত্রর ছেলের নাম সৌগত চট্টোপাধ্যায়।

Kichu screenshot dichchi… egulo ignore kora jetei pare… ami ektuo bicholito noi… kintu bhulbhal khoborer ekta…

Posted by Poulami Bose on Tuesday, November 3, 2020

অন্যদিকে একাধিক ফেসবুক কমেন্টে দেখা যাচ্ছে, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা পৌলমীকে ব্যক্তিগত আক্রমণ করেছেন। তাঁর নাট্য পরিচালক ও অভিনেত্রী হওয়া নিয়ে স্বজনপোষণের আঙুল তোলা হয়েছে। সৌমিত্রর ছেলেকে নিয়েও বিভিন্ন মন্তব্য করা হয়েছে।

আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ

ক্ষুব্ধ পৌলমী ফেসবুকে লিখেছেন, ভুল খবরের একটা সীমা থাকা উচিত। বিশেষত তাঁর বাবা যখন ভয়ঙ্কর লড়াই লড়ছেন, তখন কিছু মানুষ কুৎসা রটাচ্ছেন।

এর আগে অসুস্থ সৌমিত্রর একটি ভুয়ো ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। তাই নিয়ে ক্ষোভপ্রকাশ করেছিলেন পৌলমী।

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *