কমেছে শ্বাসকষ্ট, ভালো আছেন সৌমিত্র
কলকাতা: আগের থেকে ভালো আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। গতকাল সকালে অসুস্থ হয়ে পড়ায় বিশিষ্ট এই অভিনেতাকে দক্ষিণ কলকাতার এক বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর চিকিৎসার জন্য গঠন করা হয় সাত সদস্যের একটি মেডিক্যাল বোর্ড। অভিনেতার শারীরিক অবস্থার অবনতির কারণে উদ্বিগ্ন ছিলেন সিনেমাপ্রেমী মানুষ।
তবে আজ সকালেই মিলেছে সুখবর। হাসপাতাল সুত্রে জানা গেছে যে ৮৪ বছর বয়সী এই অভিনেতার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। কমেছে শ্বাসকষ্ট, চিন্তার কোনও কারণ নেই। আজ সকালে প্রাতঃরাশও সেরেছেন তিনি। তবে চিকিৎসকরা এখনই সম্পূর্ণ সংশয়মুক্ত হতে পারছেন না কারণ নিউমোনিয়ার সমস্যাও রয়েছে তাঁর। তাই আরও একদিন তাঁকে আইসিইউতে রাখার সিদ্ধান্ত নিয়েছে মেডিক্যাল বোর্ড।
আরও পড়ুন: বিশ্বনাথের বারাণসী, বারাণসীর বিসমিল্লাহ
এদিক আজ স্বাধীনতা দিবস উপলক্ষে সৌমিত্রর নতুন নাটক মঞ্চস্থ হওয়ার কথা ছিল। স্বাভাবিক কারণেই তা বাতিল করা হয়েছে। তাঁর শীঘ্রই কাজে ফেরার সম্ভাবনাও নাকচ করে দিয়েছেন চিকিৎসকরা।