টেলিভিশন ধারাবাহিকে আর নয়: কৌশিক
RBN Web Desk: টেলিভিশন ধারাবাহিকে আর অভিনয় করবেন না বলে জানিয়ে দিলেন অভিনেতা কৌশিক সেন। একসময় ‘গানের ওপারে’, ‘সিঁদুরখেলা’, ‘ভূমিকন্যা’র ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কৌশিক। “একটা সময় খুব নিয়মিত সিরিয়াল করতাম। তারপর যখন দেখলাম পরপর ছবির কাজ পাচ্ছি তখন সিরিয়াল থেকে সরে এলাম,” জানালেন কৌশিক।
তাহলে কি ছবিতে সুযোগ পাওয়াই ধারাবাহিক ছেড়ে দেওয়ার কারণ? কৌশিক তা মনে করেন না। তাঁর মতে, “আগে যখন টেলিভিশন ধারাবাহিকে কাজ করতাম তখন তার একটা মান ছিল। পরের দিকে সেটা একেবারেই ঘেঁটে গেল।”
আরও পড়ুন: দেবারতির ‘নরক সংকেত’ এবার বড় পর্দায়
থিয়েটারের ব্যস্ত অভিনেতা কৌশিকের পক্ষে ছবি এবং ধারাবাহিকে একসঙ্গে সময় দেওয়া কি কঠিন হয়ে পড়ছিল? সময়ের অপ্রতুলতা তাঁকে ধারাবাহিক থেকে সরিয়ে আনেনি এ কথা স্পষ্ট করলেন তিনি। “আমার সবসময়েই শর্ত দেওয়া থাকে যে নাটকের কাজ, রিহার্সল, শো এসব থাকবেই। সেগুলোর জন্য আমাকে ছেড়ে দিতে হবে। তাই সময়ের কারণে আমি সিরিয়াল ছাড়িনি। তবে একজন অভিনেতা হিসেবে ছবির কাজ আসতে থাকলে টেলিভিশন ধারাবাহিকে কাজ করার কোনও কারণ থাকে না। যেহেতু অভিনয় আমার পেশা তাই সেটা যে কোনও মাধ্যমেই করতে হতে পারে। তবু যে কোনও অভিনেতার কাছেই ছবির কাজ অগ্রাধিকার পাবে,” জানালেন কৌশিক।