অক্সিজেন সাপোর্ট লাগছে না, স্থিতিশীল সৌমিত্র
RBN Web Desk: কোনওরকম সাপোর্ট ছাড়াই সৌমিত্র চট্টোপাধ্যায়ের শরীরে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রয়েছে। নিয়ন্ত্রণে রয়েছে রক্তচাপও। আজ সকালেই সৌমিত্রর কন্যা পৌলমী বসু এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন। ৬ অক্টোবর ৮৫ বছর বয়সী অভিনেতাকে মধ্য কলকাতার এক বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়।
আজ সকাল পর্যন্ত করোনা আক্রান্ত সৌমিত্র ছিলেন অক্সিজেন সাপোর্টে। শুক্রবার রাত থেকেই তাঁর রক্তচাপ এবং অক্সিজেনের মাত্রা ওঠানামা করছিল।
বয়স এবং কোমর্বিডিটি এই দুইয়ের কথা মাথায় রেখে, গতকাল রাতেই কিংবদন্তি এই অভিনেতাকে হাসপাতালের আইটিইউ-তে স্থানান্তরিত করা হয়। ক্রিটিকাল কেয়ার বিশেষজ্ঞ অরিন্দম করের নেতৃত্বে ১২ সদস্যের এক মেডিক্যাল টিম সৌমিত্রকে চব্বিশ ঘণ্টা পর্যবেক্ষণে রেখেছেন।
আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ
চিকিৎসক দল জানিয়েছেন, কোমর্বিডিটি থাকার কারণে যথেষ্ট সতর্কতা অবলম্বন করে তাঁর চিকিৎসা চলছে। অবশ্য এখনই তাঁর অবস্থা ‘সঙ্কটমুক্ত’ বলছে না মেডিক্যাল টিম।
সৌমিত্রর অবস্থার অবনতির খবরে উদ্বিগ্ন ছিল বাংলার বিনোদন জগত।
ছবি: গার্গী মজুমদার