সিরাজ হচ্ছেন না, জানালেন দেব
RBN Web Desk: পলাশীর যুদ্ধ নিয়ে সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে নবাব সিরাজউদ্দৌলার চরিত্রে তিনি থাকছেন না বলে জানালেন দেব। সম্প্রতি এক সাক্ষাৎকারে সৃজিত বলেছিলেন, ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে ছবি করার তাঁর বহুদিনের ইচ্ছা। পলাশীর যুদ্ধ নিয়ে তিনি দীর্ঘদিন পড়াশোনা করেছেন। বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনাকে বড়পর্দায় আনতে চান তিনি। সিরাজের ভূমিকায় দেবকে নেওয়া নিয়ে প্রাথমিক কথাবার্তাও হয়েছে বলে জানিয়েছিলেন সৃজিত।
তবে আজ ট্যুইট করে দেব জানিয়েছেন যে তিনি সিরাজ হচ্ছেন না। বিরসা দাশগুপ্ত পরিচালিত ও ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’ ছবিতে ব্যোমকেশের ভূমিকায় দেখা যাবে তাঁকে। ব্যোমকেশের চরিত্রে অভিনয় করা তাঁর অন্যতম কঠিন চ্যালেঞ্জ বলে ট্যুইট করেছেন দেব।
আরও পড়ুন: অরিন্দমের ছবিতে কাজে ফিরলেন কোয়েল
‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’ ছাড়াও অরুণ রায়ের বাঘা যতীন ছবির নামভূমিকায় অভিনয় করছেন দেব। অভিজিৎ সেনের পরিচালনায় ‘প্রধান’ ছবির শুটিংও শুরু হবে শীঘ্রই।
এর আগে ‘জ়ুলিফকর’ ছবিতে সৃজিতের পরিচালনায় কাজ করেছিলেন দেব।
ছবি: RBN আর্কাইভ