ভালো নেই সৌমিত্র, ফের চালু স্টেরয়েড
RBN Web Desk: ভালো নেই সৌমিত্র চট্টোপাধ্যায়। গত কয়েকদিনে তাঁর শারীরিক অবস্থার উন্নতির পর, আজ সকাল থেকে তা আবার অবনতি হয়। ৬ অক্টোবর করোনা ভাইরাসে আক্রান্ত এই প্রবীণ অভিনেতাকে মধ্য কলকাতার বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়। করোনা থেকে সেরে উঠলেও তাঁর অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বেলভিউ হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ অরিন্দম কর আজ সন্ধ্যায় সংবাদমাধ্যমকে জানান, “গত ২৪ ঘন্টায় সৌমিত্রবাবুর স্নায়ুতন্ত্রের অবস্থার অবনতি হয়েছে। তাঁর জিসিএস মাত্রা ১১ থেকে ৯-এ নেমে এসেছে। আমাদের পাঁচ চিকিৎসকের স্নায়ু বিশেষজ্ঞ টিম তাই ফের স্টেরয়েড চালু করার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর শরীর থেকে কোভিড এনকেফেলোপ্যাথি এখনও নির্মূল হয়নি।”
আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ
অরিন্দম জানিয়েছেন যে আজ সৌমিত্রবাবুর এমআরআই করা হলেও তাতে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। তাঁর মূত্রনালীতেও নতুন করে কোনও সংক্রমণ পাওয়া যায়নি। তবে সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ স্বাভাবিকভাবে কাজ করলেও, তাঁর মানসিক অস্থিরতা আগের মতোই রয়েছে।
“আশার কথা এই যে সৌমিত্রবাবু বেশিরভাগ সময় স্বাভাবিকভাবেই নিঃশ্বাস নিতে পারছেন। তাঁর রক্তচাপও স্বাভাবিক। আশা করা যায় আরও দুদিন স্টেরয়েড দেওয়ার পর তিনি কিছুটা সুস্থ হয়ে উঠবেন। আপাতত কোভিড এনকেফেলোপ্যাথি দূর করাই আমাদের সবথেকে বড় চ্যালেঞ্জ,” জানালেন অরিন্দম।
ছবি: গার্গী মজুমদার