মধ্যবয়সের অনুভূতির গল্পে অনন্যা, রজতাভ
RBN Web Desk: কথায় বলে দুই শালিক দেখলে দিন ভালো যায়। কিন্তু সেই দুই শালিক যদি আলাদাভাবে একা হয়ে যায় তাহলে কেমন হবে? এই দুজন একা মানুষ হলো ‘দুই শালিক’ ছবির দুই চরিত্র। দুই মধ্যবয়স্ক মানুষের একাকিত্বের গল্প নিয়ে পরিচালক তমাল সেন তৈরি করেছেন তাঁর এই স্বল্পদৈর্ঘ্যের ছবি। ‘কালি’ ওয়েব সিরিজ়ের প্রথম সিজ়নের লেখক তমালের এটি প্রথম কাজ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অনন্যা চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, অভ্রজিৎ চক্রবর্তী ও তপতী মুন্সি।
ভালোবাসা সবার ক্ষেত্রে সোচ্চার হয় না। অনেক সময় নৈঃশব্দ্যও অনেক কথা বলে যায়। যা হয়তো বা কান পাতলেও শোনা যাবে না। তবু সেই নীরবতার মাঝে লুকিয়ে থাকে অসংখ্য অনুভূতি। তেমনই অনেক না বলা কথা লুকিয়ে থাকে পার্থ আর সঞ্চারীর মনে। ব্যস্ত শহরের কোলাহলের মাঝে এক টুকরো রোদ ঝলমলে আকাশ কি ওরা দুজন ফিরে পাবে? আদৌ কি তাদের মিল হবে? এই ফিরে পাওয়া বা না ফেরার গল্প নিয়েই ‘দুই শালিক’।
আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ
ছবির কাহিনী ও অতিরিক্ত সংলাপ লিখেছেন অম্বরীশ মজুমদার। চিত্রগ্রহণে আছেন শুভদীপ দে, সম্পাদনায় সংলাপ ভৌমিক। সঙ্গীত পরিচালনা করেছেন অনির্বাণ অজয় দাস।
আজ মুক্তি পেয়েছে মধ্যবয়সের অনুভূতির গল্প ‘দুই শালিক’।