ক্ষমতার অপব্যবহার ও সংঘাত নিয়ে আসছে ‘উইমেন পাওয়ার’
RBN Web Desk: নারীশক্তি আজ সমাজের বিভিন্ন ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে। পুরুষতান্ত্রিক সমাজের পক্ষে তা মেনে নেওয়া কঠিন। আবার নারী ক্ষমতায়নের অপব্যবহারও হচ্ছে। তার ফলে ঘটছে সংঘাত। সেই নিয়েই আসছে শুভেন্দু দাশের নতুন ছবি ‘উইমেন পাওয়ার’। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সাহেব ভট্টাচার্য, অলিভিয়া সরকার ও উপাসনা মৈত্র। সম্প্রতি কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ছবির পরিচালক ও শিল্পীরা।
ছবির কাহিনী নায়ক অজয় ও পূজাকে ঘিরে। তারা দুজনেই ডাক্তার। কলেজে একই সঙ্গে পড়ার সূত্রে দুজনের আলাপ ও প্রেম। পরবর্তীকালে তারা সাত পাকে বাঁধা পড়ে। এরপর থেকেই শুরু হয় সমস্যা। পূজার খুবই সন্দেহবাতিক। তার ব্যবহারে অজয়ের জীবনের ওপর চাপ পড়তে থাকে। সেই প্রতিকূল পরিস্থিতি কীভাবে অজয় কাটিয়ে উঠবে, তাই নিয়েই ‘উইমেন পাওয়ার’।
আরও পড়ুন: নব্বইয়ের ‘সত্যান্বেষী’, বাদ পড়লেন ব্যোমকেশ
ছবি সম্পর্কে বলতে গিয়ে শুভেন্দু জানালেন, “এখন মহিলাদের সর্বত্র জয়জয়কার। প্রত্যেক মহিলাই এখন সমাজে অগ্রাধিকার পান। কিন্তু এই ক্ষমতা যদি কেউ অপব্যবহার করে, তার কী ফলাফল হতে পারে, সেই নিয়েই এই ছবি।”
সাহেব জানালেন, “বেশ কিছু বছর আগে মহিলাদের সুরক্ষা নিয়ে সুপ্রিম কোর্ট কিছু আইন জারি করে। এই ছবির গল্প সেই আইনগুলো নিয়েই। এই আইনগুলো সাধারণ মানুষের জীবনে কীভাবে প্রভাব ফেলে, তা আমরা দেখানোর চেষ্টা করেছি।”
পূজার মতো চরিত্র বিদেশি ছবিতে দেখা গেলেও বাংলায় সম্ভবত এই প্রথম বলে মনে করেন অলিভিয়া। “মনস্তত্ব ও আইনকে রীতিমতো পর্যালোচনা করে এই ছবির চিত্রনাট্য লেখা হয়েছে,” বললেন তিনি।
নভেম্বর থেকে শুরু হবে ছবির শ্যুটিং। কলকাতা ছাড়াও ইন্দোর ও কাশ্মীরে শ্যুটিং হবে বলে জানালেন পরিচালক।