নতুন কোয়েলকে আবিষ্কার করবে দর্শক, দাবি সৌকর্যর

RBN Web Desk: আবেগপ্রবন মানুষকে আমরা সাধারণত দুর্বল বলেই মনে করি। কিন্তু যদি এমন হয় যে সে তার আবেগকেই অস্ত্র করে তোলে? আবেগী মানুষ জীবনের পথে বারবার ধাক্কা খাবেন এমনটাই ধরে নেওয়া হয়। কিন্তু প্রতিবার হারতে হারতে একটা সময় যখন দেয়ালে পিঠ ঠেকে যায় তখন হয়তো সেই আবেগকে সম্বল করেই সে ঘুরে দাঁড়াবে। পরিচালক সৌকর্য ঘোষালের ‘রক্তরহস্য’ এরকমই এক লড়াইয়ের ছবি। এই ছবিতে অভিনয় করেছেন কোয়েল মল্লিক, ঋতব্রত মুখোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায়, চন্দন রায় সান্যাল, কাঞ্চনা মৈত্র, শান্তিলাল মুখোপাধ্যায় ও লিলি চক্রবর্তী। 

পেশায় রেডিও জকি স্বর্ণজা (কোয়েল) তার ব্যক্তিগত জীবনে বারবার হেরে গিয়েও নিজের বিশ্বাস হারায় না। সে ভালো দিয়ে খারাপকে জয় করায় বিশ্বাসী। সারল্যই তার একমাত্র শক্তি। সেই সারল্যকে সম্বল করেই সে ঘুরে দাঁড়ায় একদিন।

“কোয়েলকে ভেবেই আমি চরিত্রটা লিখেছিলাম” রেডিওবাংলানেট-কে বলেলন সৌকর্য। “আমার ধারণা এই চরিত্রে ওকে ছাড়া আর কাউকে মানাতো না। এরকম চরিত্র কোয়েল আগে করেনি। স্বর্ণজা আসলে আমাদের খুব চেনা একটা চরিত্র। খুব সাধারণ একটা মেয়ে হয়েও কিভাবে সে একজন মহৎ মানুষ হয়ে ওঠে সেই গল্পই থাকবে ছবিতে। আমরা সকলেই এরকম হয়ে উঠতে চাই কিন্তু পারি না। বাঙালি খুব আবেগপ্রবণ জাতি। আর সেটাই আমাদের শক্তি। ছবিতে স্বর্ণজাও সেটাই ভাবছে। আবেগের কারণেই সে ধাক্কা খাচ্ছে, আবার সেই আবেগকে সম্বল করেই সে ঘুরেও দাঁড়াচ্ছে। ‘রক্তরহস্য’-এ এক নতুন কোয়েলকে আবিষ্কার করবে দর্শক।”




এই ছবিতে স্বর্ণজার ভাই বাবাইয়ের চরিত্রে রয়েছেন ঋতব্রত। তিনি জানালেন, “স্বর্ণজার সঙ্গে বাবাইয়ের সম্পর্কটা দিদি ও ভাইয়ের হলেও সেটা ঠিক সাধারণ ভাইবোনের সম্পর্কের মতো নয়। স্বর্ণজার লড়াইয়ে তার পাশে থাকে বাবাই। সেটা কিভাবে বা কেন সেটা এখনই বলা যাবে না। সৌকর্যদার সঙ্গে বহুদিন আগে থেকে কাজ করার কথা থাকলেও কিছুতেই হয়ে উঠছিল না। অবশেষে ‘রক্তরহস্য’তে সেটা সম্ভব হলো। আমাদের মধ্যে বোঝাপড়াটা ভীষণই ভাল, যেটা হয়তো কোন বয়স্ক পরিচালক হলে এতটা নাও হতে পারতো।”

আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ

করোনা আতঙ্কের মধ্যে বহুদিন বাদে সিনেমাহল খুললেও সাধারণ মানুষ হলে গিয়েই ছবি দেখবেন বলে বিশ্বাস রাখেন ঋতব্রত। “রাজনৈতিক দলের সমাবেশে যদি এত লোকে ভিড় করতে পারে, তাহলে সিনেমাহলে সবরকম নিয়ম মেনে ছবি দেখলে সেখান থেকে করোনা ছড়াবে না বলেই মনে করি আমি,” বললেন ঋতব্রত। 

ছবির সঙ্গীত পরিচালনা করেছেন নবারুণ বোস ও দেবদীপ মুখোপাধ্যায়।

আগামীকাল প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘রক্তরহস্য’। 

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *