নিজের বায়োপিকে থাকছেন না সৌমিত্র
RBN Web Desk: নিজের বায়োপিকে অভিনয় করছেন না সৌমিত্র চট্টোপাধ্যায়। সৌমিত্রের জীবনী নির্ভর এই ছবি পরিচালনা করার কথা অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়ের। পরিচালককে তাঁর জীবনী নিয়ে ছবি করার অনুমতি দিয়েছেন সৌমিত্র। পরিচালনা ছাড়াও এই ছবিতে সৌমিত্রের যুবা বয়সের চরিত্রে অভিনয় করবেন পরমব্রত।
এতদিন শোনা যাচ্ছিল সৌমত্রর পরিণত বয়সের চরিত্রে তিনি নিজেই অভিনয় করবেন। কিন্তু সংবাদমাধ্যমকে তিনি সম্প্রতি জানিয়েছেন যে ওই চরিত্রে অভিনয় করছেন না তিনি। তাঁর অভিনীত কয়েকটি ছবির ক্লিপিং থাকবে বায়োপিকে।
আরও পড়ুন: ১৬ বছর পর বাংলা ছবিতে রাখী, পেলেন সেরা অভিনেত্রীর পুরস্কার
তবে সৌমিত্রর বায়োপিক নিয়ে এই মুহূর্তে কোনও কিছু খোলসা করে বলতে চাইছেন না পরমব্রত। আরও ৫-৭ দিন পর ছবির ব্যাপারে তিনি বিস্তারিত জানাতে পারেন তিনি।
এদিকে বেশ কয়েকটি ছবির কাজে ব্যস্ত সৌমিত্র। তাঁর ও অপর্ণা সেন অভিনীত ‘বহমান’ মুক্তি পেয়েছে কিছুদিন আগে। ছবিটি পরিচালনা করেছেন অনুমিতা দাশগুপ্ত।
ছবি: গার্গী মজুমদার