টেলিভিশনে ফিরছেন পার্নো মিত্র
RBN Web Desk: টেলিভিশনে ফিরছেন পার্নো মিত্র। বড় পর্দার পাশাপাশি এবার টেলিভিশনেও দেখা যাবে তাঁকে। ২০১১ সালে অঞ্জন দত্তর ‘রঞ্জনা আমি আর আসব না’ ছবির মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন পার্নো। এরপর কাজ করেছেন মৈনাক ভৌমিক, কৌশিক গঙ্গোপাধ্যায় ও সৃজিত মুখোপাধ্যায়ের মতো পরিচালকদের ছবিতে।
নতুন ধারাবাহিকটিতে পার্নোকে দেখা যাবে এক সাংবাদিকের চরিত্রে। এই মুহূর্তে এই ধারাবাহিকটির শুটিং চলছে পরুলিয়ায়। খুব সম্ভবত পার্নোর বিপরীতে থাকছেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা ঋষি কৌশিক।
আরও পড়ুন: অভিনব বিষয় নিয়ে ত্রিদিবের প্রথম ছবিতে শ্রাবন্তী-সাহেব
টেলিভিশন ছাড়াও রাজ চক্রবর্তীর ‘ধর্মযুদ্ধ’ ছবিতে দেখা যাবে পার্নোকে। এছাড়াও বুদ্ধদেব দাশগুপ্তর ‘উড়োজাহাজ’-এর অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ছবিটি।
টেলিভিশনে একসময় চুটিয়ে অভিনয় করেছেন পার্নো। ‘খেলা’, ‘মোহনা’, ‘বউ কথা কও’ ও ‘সময়’-এর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি।