তিন বছর পার, ‘রঘু ডাকাত’ নিরুদ্দেশ?
RBN Web Desk: ‘রঘু ডাকাত’-এর খোঁজ নেই। মাঝে কেটে গিয়েছে তিনটি বছর। ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের (Dhrubo Banerjee) পরিচালনায় বাংলার বিখ্যাত বা কুখ্যাত ত্রাস রঘু ডাকাতকে নিয়ে ছবি হওয়ার কথা ঘোষণা করা হয় ঠিক তিন বছর আগে, ২০২১ সালে নভেম্বরের শুরুতেই। রেডিওবাংলানেট-এর পাতায় সেই খবর প্রকাশিতও হয় সে বছর ৫ নভেম্বর। কিন্তু সে ছবির দেখা মেলেনি এতদিন পরেও।
ছবির নামভূমিকায় থাকার কথা ছিল অভিনেতা দেবের (Dev)। ধ্রুবর সঙ্গে জোট বেঁধে ঠিক তার আগের মাসেই, ১০ অক্টোবর মুক্তি পেয়েছিল ‘গোলন্দাজ’। বাংলার বিখ্যাত ফুটবল তারকা নগেন্দ্র সর্বাধিকারীর জীবনের গল্প নিয়ে তৈরি এই ছবির নামভূমিকায়ও ছিলেন দেব। ছবিটি দুর্গাপুজোর সময় মুক্তি পেয়ে ব্লকবাস্টার হয়। ‘গোলন্দাজ’ মুক্তির একমাসের মধ্যেই ‘রঘু ডাকাত’ (Raghu Dakat) ঘোষণা করেছিলেন ধ্রুব। এক্ষেত্রেও তাঁর ছবির মুখ্য ভূমিকায় দেবকেই রাখতে চেয়েছিলেন তিনি।
আরও পড়ুন: প্রশংসা করেছেন প্রবাসী বাঙালিরা, দাবি চিরঞ্জিতের
মূলত বাংলার ঐতিহ্য ও ইতিহাসকে তুলে ধরতেই ছবি করেন ধ্রুব। তাঁর সোনাদা সিরিজ়ের ছবিগুলিও সেই উদ্দেশ্য নিয়েই তৈরি। ২০১৮ ও ২০১৯ সালে ‘গুপ্তধনের সন্ধানে’ ও ‘দুর্গেশগড়ের গুপ্তধন’ ছবির পর ২০২২-এ মুক্তি পেয়েছিল এই সিরিজ়ের তৃতীয় ছবি ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’। বাংলার প্রাচীন ইতিহাসকে অবলম্বন করে অ্যাডভেঞ্চার ও রহস্য কাহিনি নির্ভর ছবি হিসেবে আশাজনক ব্যবসা করেছিল এই সিরিজ়ের ছবিগুলি।
কথা ছিল ২০২২ সালের মাঝামাঝি শুরু হবে ‘রঘু ডাকাত’ ছবির শুটিং। কিন্তু তার অনেক পরে ঘোষণা হয়েও দেবের অন্যান্য ছবি দিনের আলো দেখে নিলেও ‘রঘু ডাকাত’-এর খোঁজ নেই।
তবে সম্প্রতি শোনা গেছে নির্মাতা সংস্থা এই ছবির প্রস্তুতি শুরু করেছে। চিত্রনাট্য লেখার কাজ শেষ হয়ে বর্তমানে লোকেশন দেখার কাজ চলছে। দেবের আগামী ছবির ‘খাদান’-এর প্রচার শেষ হলেই শুরু হবে ‘রঘু ডাকাত’-এর শুটিং, এমনটাই ইন্ডাস্ট্রি সূত্রের খবর।