আমাদের জুটির সেরা ছবি ‘পারমিতার একদিন’: অপর্ণা
কলকাতা: ‘সমাপ্তি’ থেকে শুরু। তারপর প্রায় ছয় দশক ধরে একের পর এক সফল ছবিতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়-অপর্ণা সেন জুটি। এর মধ্যে রয়েছে ‘বসন্ত বিলাপ’, ‘বাক্সবদল’, ‘ছুটির ফাঁদে’র মতো সুপারহিট ছবিও। ২০০০ সালে ‘পারমিতার একদিন’-এর পর আবার তাঁদের একসঙ্গে দেখা গেল এবছর মুক্তিপ্রাপ্ত পরিচালক সুমন ঘোষের ছবি ‘বসু পরিবার’-এ।
সম্প্রতি শহরে এক অনুষ্ঠানে সৌমিত্রর উপস্থিতিতেই অপর্ণা বললেন, “আমার মনে হয় আমাদের জুটির সেরা ছবি ‘পারমিতার একদিন’। এই ছবিতে আমরা যে শুধু একসঙ্গে অভিনয় করেছি তাই নয়, পরিচালক হিসেবে সৌমিত্রর সঙ্গে কাজ করার একটা দুর্লভ অভিজ্ঞতাও আমার হয়েছিল যা পরে আর কখনও হয়ে ওঠেনি।”
তবে অনুমিতা দাশগুপ্তর পরবর্তী ছবি ‘বহমান’-এ আবার জুটি হিসেবে দেখা যাবে সৌমিত্র-অপর্ণাকে। এই ছবিতে বিচ্ছেদ হয়ে যাওয়া দুটি মানুষ, সেলিম ও মাধুরীর চরিত্রে অভিনয় করছেন সৌমিত্র ও অপর্ণা। অর্ধশতক পর দেখা হয় সেলিম-মাধুরীর এবং শুরু হয় তাঁদের ব্যক্তিগত জীবনে টানাপোড়েন। এই ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন অর্পিতা চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু, সোহাগ সেন ও গৌতম হালদার।
আরও পড়ুন: আবারও মুক্তি পেতে পারে ফেলুদাকে নিয়ে তথ্যচিত্র
“সৌমিত্র মাঝেমধ্যেই বলে যে ওকে নিয়ে আবার কেন কোনও ছবি করছি না। আসলে ওর উপযুক্ত কোনও চরিত্র না পেলে তো ওকে দিয়ে কাজ করানো যাবে না। সেরকম কোনও গল্প তো আমাকে লিখতে হবে আগে,” বললেন অপর্ণা।
২৯ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘বহমান’।
ছবি: গার্গী মজুমদার