হাত বাড়ালেন জিৎ
RBN Web Desk: সম্প্রতি পশ্চিমবঙ্গে প্রেক্ষাগৃহ খোলার অনুমতি দিয়েছে রাজ্য প্রশাসন। ইতিমধ্যেই বেশ কিছু ছবির মুক্তি নিশ্চিত হলেও, পরিস্থিতি স্বাভাবিক হতে আরও বেশ কিছুদিন সময় লাগবে। তবে কোনও বড় বাজেটের হিন্দি ছবি মুক্তি না পেলে হল খুলতে নারাজ প্রেক্ষাগৃহ মালিকদের একাংশ। এখন হল খুললে দৈনন্দিন খরচ ওঠানো তাঁদের পক্ষে কষ্টসাধ্য হবে বলে মনে করছেন তাঁরা। আপাতত অক্ষয় কুমার, বাণী কাপুর, লারা দত্ত ও আদিল হুসেন অভিনীত বেলবটম-এর দিকে তাকিয়ে আছেন তাঁরা। ছবিটি ১৯ আগস্ট মুক্তি পাওয়ার কথা।
এই অবস্থায় সিঙ্গল স্ক্রিন হল বা একক প্রেক্ষাগৃহ বাঁচাতে হাত বাড়ালেন অভিনেতা জিৎ। তাঁর প্রযোজনা সংস্থার অধীনে তৈরি বেশ কিছু মুক্তিপ্রাপ্ত বাংলা ছবি তিনি আরাও প্রেক্ষাগৃহে দেখানোর উদ্যোগ নিয়েছেন। এর জন্য তিনি কোনওরকম অর্থও নেবেন না বলে জানা গিয়েছে। প্রথমে রাজ্যের প্রায় ২৫টি প্রেক্ষাগৃহে ছবিগুলো দেখানো হবে। তালিকার মধ্যে রয়েছে ‘বস ২’, ‘প্যান্থার’, ‘সুইজ়ারল্যান্ড’ ও ‘শেষ থেকে শুরু’।
আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি
পরিস্থিতি বুঝে আগামী দিনে প্রেক্ষাগৃহ ও ছবির সংখ্যা বাড়ানো হতে পারে বলে জানা গেছে। তবে নতুন ছবি মুক্তি পা পেলে প্রেক্ষাগৃহে যে দর্শক আসবেন না, সেটা বলার অপেক্ষা রাখে না।