আবারও মুক্তি পেতে পারে ফেলুদাকে নিয়ে তথ্যচিত্র
RBN Web Desk: আবারও মুক্তি পেতে পারে সত্যজিৎ রায় সৃষ্ট জনপ্রিয় গোয়েন্দা চরিত্র প্রদোষ চন্দ্র মিত্র ওরফে ফেলুদাকে নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘ফেলুদা: ফিফটি ইয়ার্স অফ রে’জ় ডিটেকটিভ’। ফেলুদার গল্প প্রথম প্রকাশের ৫০ বছর পূর্তি উপলক্ষে পরিচালক সাগ্নিক চট্টোপাধ্যায় তৈরি করেছেন পূর্ণদৈর্ঘ্যের এই তথ্যচিত্র।
সংবাদমাধ্যমকে সাগ্নিক জানালেন, তথ্যচিত্রটি আরও একবার প্রেক্ষাগৃহে দেখানোর চিন্তাভাবনা করছেন তিনি। জুন মাসে নন্দনে মুক্তি পেয়েছিল ‘ফেলুদা: ফিফটি ইয়ার্স অফ রেজ় ডিটেকটিভ’। কিন্তু অনেকেই সেই সময় ছবিটি দেখে উঠতে পারেননি।
তবে তার আগে আসন্ন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ছবিটি।
আরও পড়ুন: মন নিয়ে (পর্ব ১): মধ্যবিত্তের লাইফস্টাইল সমস্যার সমাধানের খোঁজে অনুত্তমা
সত্যজিৎ পরিচালিত ‘সোনার কেল্লা’ ও ‘জয় বাবা ফেলুনাথ’-এর শ্যুটিংয়ের জায়গা, ফেলুদাকে নিয়ে বিশিষ্ট ব্যক্তিত্বদের অভিজ্ঞতা, এসবই উঠে এসেছে তথ্যচিত্রটিতে। ফেলুদার বিভিন্ন ছবির অভিনেতারা রয়েছেন এই তথ্যচিত্রে। এছাড়াও আছেন সাহিত্যিক স্মরণজিৎ চক্রবর্তী, অভিনেতা ঋত্বিক চক্রবর্তী, বিশিষ্ট শিল্পী দেবাশিস দেব ও আরও অনেকে।
এই ছবির জন্য এ বছর শ্রেষ্ঠ নবাগত পরিচালকের জাতীয় পুরস্কার পেয়েছেন সাগ্নিক। এছাড়াও শ্রেষ্ঠ প্রথম নন-ফিকশন ছবির পুরস্কার পেয়েছে ‘ফেলুদা: ফিফটি ইয়ার্স অফ রে’জ় ডিটেকটিভ’।