শেষের আগে নস্টালজিক কনীনিকা
RBN Web Desk: এই সপ্তাহেই শেষ হতে চলেছে জনপ্রিয় ধারাবাহিক অন্দরমহল। আর শেষের আগে বিষাদের সুর অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের গলায়। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন কনীনিকা। তাঁর অভিনীত পরমেশ্বরী চরিত্রটি খুবই ভালো লেগেছিল দর্শকের।
বিয়ের পর পরমেশ্বরীকে কোনওদিনই মেনে নেয়নি তার শশুরবাড়ির লোকজন। মানসিক নির্যাতনেরও শিকার হয় সে। কিন্তু তাও ভেঙে পড়েনি পরমেশ্বরী। শুধু তাই নয়, তার শাশুড়ির প্রতি অন্যায়ের প্রতিবাদও করে সে। পরে এক সঙ্গীতশিল্পী ও কর্তব্যনিষ্ঠ বৌমা হিসেবে সবার মন জয় করে নেয় পরমেশ্বরী।
তৈরি হল না যে ঘরে বাইরে
অন্তিম পর্বের শ্যুটিং শেষে বেশ নস্টালজিক কনীনিকা ।ধারাবাহিকটির গোটা ইউনিটের সাথে ছবি তুলে শেয়ার করলেন ইনস্টাগ্রামে।
তবে তাঁর আগামী কাজ নিয়ে মুখ খোলেননি কনীনিকা। সূত্রের খবর, আপাতত কয়েকদিন পুরো বিশ্রামেই থাকবেন এই অভিনেত্রী। তারপর শুরু করবেন নতুন কাজ।