ফের পুজোর গানে অমিত কুমার
RBN Web Desk: ফের পুজোর গান নিয়ে এলেন অমিত কুমার। এককালে দুর্গাপুজোর সময় নতুন জামাকাপড়, কেনাকাটা , হইচই এসবের পাশাপাশি আরও একটি জিনিস নিয়ে সবার মধ্যে কৌতুহলের শেষ থাকত না। সেটা হলো পুজোর গান। পুজোয় কোন-কোন শিল্পীর নতুন কী গান মুক্তি পাচ্ছে, এই নিয়ে চলত আড্ডা। যারা একটু বিত্তবান তারা মুক্তি পাওয়ার পরপরই কিনে ফেলতেন রেকর্ড আর বাকিরা রেডিওতে শোনার অপেক্ষা করতেন । প্রতিটি পুজোর প্যান্ডেলে বেজে উঠত কিশোর কুমার, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে পুজোর নতুন গান।
পুরোনো সেই ধারাকে আবার ফিরিয়ে আনলেন অমিত কুমার। সম্প্রতি তাঁর কণ্ঠে মুক্তি পেল পুজোর গান ‘পাপ কা ঘড়া’। গানটি লিখেছেন লীনা চন্দ্রভারকর, সুর করেছেন অমিত নিজেই। “আজ থেকে তিন বছর আগে আমি এই গানটি বানাই। তখন কী জানতাম করোনা ভাইরাসের কারণে এভাবে আমাদের জীবন বদলে যাবে। এছাড়া আমাদের ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ সমস্যাগুলো নিয়েও ভাবিনি। কিন্তু বলা যায়, এই গানটা আমাদের বর্তমান সময়ের সঙ্গে মিশে গেছে,” জানালেন অমিত।
আরও পড়ুন: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল
গানটির বিষয় নিয়ে অমিত বলেন “এখানে ‘পাপ’ কথাটা খুব গুরুত্বপূর্ণ এবং অর্থপূর্ণ। আমার হারমোনির উপর কাজ করতে ভীষণ ভালো লাগে। এই গানটাও হারমোনি নির্ভর। আশা করছি সকলের ভালো লাগবে।”