মানুষ ও পশুর সম্পর্ক নিয়ে ‘অ্যানিমিজ়ম’

RBN Web Desk: গোটা প্রাণীজগতে শ্রেষ্ঠ জীবের তকমা আজ অবধি মানুষই পেয়ে এসেছে। সম্পর্ক, আবেগ-অনুভূতি, মান-অভিমান, ভালোবাসা, এসব মানুষ যতটা প্রকাশ করতে পারে, আর কোনও প্রাণীই নাকি তেমনটা পারে না। কিন্তু খুঁজে দেখলে গোটা বিশ্বে অনেক উদাহরণ আছে, যেখানে পশুরাই ‘মানবতার’ মান রেখেছে। এক্ষেত্রে সেরা উদাহরণ রুডইয়ার্ড কিপলিং সৃষ্ট চরিত্র মোগলি। আবার বাস্তবেও এমন ঘটনা ঘটেছে যেখানে প্রভুর মৃত্যুর পর শোকে খাওয়াদাওয়া ছেড়ে, তার সমাধিতেই দিনরাত এক করে পড়ে আছে সেই পোষ্যটি।

মানুষ ও পশুর পারস্পরিক সম্পর্কের এই গুরুত্বপূর্ণ বিষয়টিই তুলে ধরেছেন প্রতীশ ঘোষ, তাঁর পরিচালিত প্রথম ছবি ‘অ্যানিমিজ়ম’-এ। পশুপ্রেম যে কতটা তীব্র হতে পারে সেটাই দেখা যাবে এই ছবিতে।

আরও পড়ুন: নব্বইয়ের ‘সত্যান্বেষী’, বাদ পড়লেন ব্যোমকেশ

সম্প্রতি শহরে এক সাংবাদিক সম্মেলনে অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়, রানা মিত্র, রাহুল বর্মন, ইন্দ্র, অরিজিৎ দে ও আরও অনেকের উপস্থিত হয়েছিলেন। একাধিক নতুন অভিনেতাকে এই ছবিতে দেখা যাবে। অভিনয় প্রশিক্ষক সোহাগ সেনের তত্ত্বাবধানে তৈরী হচ্ছেন নতুন প্রতিভারা।

প্রতীশ জানালেন, “করোনা অতিমারীর জন্য দুবছর ধরে আটকে ছিল ছবির কাজ। এই ছবির মধ্য দিয়ে বাংলা বহু নতুন প্রতিভা পাবে সে বিষয়ে আমি নিশ্চিত।”




করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে খুব তাড়াতাড়ি শুরু হবে ছবির শ্যুটিং। ছবির বিষয় নিয়েও যথেষ্ট আশাবাদী প্রতীশ। “মানুষ ও পশুর মধ্যে পারস্পারিক সম্পর্কের কথা বলবে এই ছবি। ছবির গল্প সাসপেন্স থ্রিলারের মধ্যে দিয়ে সীমাহীন পশুপ্রেমের বিষয়টা আমরা তুলে ধরতে চলেছি। আশা করি তা দর্শককে অনুপ্রাণিত করবে,” বললেন পরিচালক।



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *