হরর-কমেডি সিরিজ়ে ৩ ভূতের রোজনামচা

RBN Web Desk: শীত-গ্রীষ্ম-বর্ষা, থ্রিলারই ভরসা। বেশিরভাগ বাংলা ছবি ও ওয়েব সিরিজ় যখন দর্শক টানতে এই আপ্তবাক্য মেনে চলছে, তখন একটু হলেও অন্যরকম চিন্তাভাবনা করছেন কোশিক হাফিজ়ি। কোশিকের ওয়েব সিরিজ় ‘ভূততেরিকি’তে থ্রিল নয়, থাকছে ভয়। তাও আবার কমেডি মিশ্রিত।

‘ভূততেরিকি’র কাহিনি কী নিয়ে?

কলকাতার এক প্রাচীন বাড়িতে একটি তথ্যচিত্র শুট করতে আসেন কয়েকজন। সেই বাড়িতেই থাকে তিন ভূত, তিনজনেই নারী। প্রত্যেকে ভিন্ন সময়কালের। তিনজনেই তাদের নিজেদের সময়ের কথা শোনাতে চায়, যাতে মিশে রয়েছে প্রেম, বিরহ ও হাস্যরস। তাদের সঙ্গে কথা কথা বলে তথ্যচিত্রের টিম জানতে পারে যে মৃত্যুর পরের জীবনও ততটাই রঙিন ও নিত্যনতুন চমকে ভরা। সত্যিকারের বাঁচার অর্থ নতুনভাবে উপলব্ধি করতে পারে শুটিংয়ের দল।

আরও পড়ুন: অন্তর্বর্তীকালীন সরকারে ফারুকী, তৈরি করবেন তথ্যচিত্র

তিন ভূতের চরিত্রে থাকছেন ঐশ্বর্য সেন (Aishwarya Sen), আভেরী সিংহ রায় (Avery Singha Roy) ও দীপান্বিতা সরকার (Dipanwita Sarkar)। দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন সৌনক কুণ্ডু ও দেবরাজ ভট্টাচার্য।

‘ভূততেরিকি’র সংলাপও লিখেছেন কৌশিক। ‘তালমার রোমিও জুলিয়েট’-এর পর এই সিরিজ়েও সৃজনশীল পরিচালক হিসেবে থাকছেন অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। এর আগে অনির্বাণ পরিচালিত ‘বল্লভপুরের রূপকথা’ ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন দেবরাজ।

আজ থেকে ধান্যকুড়িয়ায় শুরু হয়েছে ‘ভূততেরিকি’ (Bhootteriki) সিরিজ়ের শুটিং। হইচই প্ল্যাটফর্মে দেখা যাবে সিরিজ়টি।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *