‘ব্রহ্মদৈত্য’ কিনে বিপাকে সায়নী
RBN Web Desk: এক ‘ব্রহ্মদৈত্য’ কিনে বিপাকে পড়েছেন সায়নী ঘোষ। তবে বাস্তব জীবনে নয়, ছবির পর্দায়। পরিচালক অভিরুপ ঘোষের পরবর্তী ছবি ‘ব্রহ্মদৈত্য’তে অভিনয় করছেন সায়নী। এক সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে তাকে।
‘ব্রহ্মদৈত্য’তে সায়নীর অভিনীত চরিত্রের নাম সায়ন্তিকা। সম্পাদকের হুকুম, ভূত-পেত্নীদের নিয়ে একটা প্রবন্ধ লিখতে হবে তাকে। ইন্টারনেট ঘাঁটতে গিয়ে সায়ন্তিকা হদিশ পায় ‘বাই আ ঘোস্ট ডট কম’ নামক এক ওয়েবসাইটের। এই ওয়েবসাইটের দাবী, অর্ডার করলেই পছন্দমত ভূত পোঁছে দেওয়া হবে গ্রাহকের বাড়িতে। কালবিলম্ব না করে সায়ন্তিকা অর্ডার দিয়ে দেন এক ব্রহ্মদৈত্যর। পরদিন সেই ভূত পৌঁছেও যায় তার বাড়িতে।
পঁচিশে ‘উনিশে এপ্রিল’
এরপর কি হল তাই নিয়েই এগোবে এই ছবির গল্প।
সায়নী ছাড়াও এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রুদ্রনীল ঘোষ ও অনিন্দ্য চট্টোপাধ্যায়। এই বছর ভূত চতুর্দশী নাগাদ মুক্তি পাবে ‘ব্রহ্মদৈত্য’।