নায়ক ও তাঁর প্রেমিকার আবদার অনুযায়ী কাস্টিং হয়: রবিনা
RBN Web Desk: হিন্দি ছবির ইন্ডাস্ট্রিতে কেউ সত্যি কথা বললে তাঁকে মিথ্যুকের তকমা দেওয়া হয়, এমনটাই অভিযোগ করলেন অভিনেত্রী রবিনা ট্যান্ডন। জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর, হিন্দি ছবির জগতে স্বজনপোষণ নিয়ে সরব হয়েছেন অনেকেই। এবার মুখ খুললেন রবিনাও।
গতকাল এক টুইটে রবিনা লেখেন, ‘এই ইন্ডাস্ট্রিতে ক্যাম্প আছে। অন্যকে নিয়ে মজা করা, নায়ক বা তাঁর প্রেমিকার আবদারে ছবি থেকে অন্য অভিনেতাকে সরিয়ে দেওয়া, সবই করা হয়। সত্যিটা বললেই তাঁকে মিথ্যুক, সাইকোটিক, পাগল, এরকম অনেক কিছু বলা হয়।’
আরও পড়ুন: বাষ্প হয়ে যাচ্ছে ধূসর অতীত, শেষ পোস্টে লিখেছিলেন সুশান্ত
ইন্ডাস্ট্রিতে ভালো লোক থাকলেও কয়েকজনের নোংরা রাজনীতি স্বাদটাই তেতো করে দিয়েছে বলে অভিযোগ করেন রবিনা। কতিপয় নায়ক ও তাঁদের প্রেমিকাদের আবদার অনুযায়ী ছবি থেকে অভিনেতাকে সরিয়ে দেওয়া হয়। এছাড়াও কাস্টিংয়ের ক্ষেত্রে হিন্দি ছবির জগতে একটি ‘গার্ল গ্যাং’ সক্রিয় বলে দাবি করেছেন তিনি।