পৌষমেলা নিয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত বিশ্বভারতীর
শান্তিনিকেতন: পৌষমেলা নিয়ে কেন্দ্রকে চিঠি দিতে চলেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। মেলা পরিচালনার দায়িত্ব থেকে সরে আসার সিদ্ধান্তের পরেই এই নতুন পদক্ষেপের কথা জানা গিয়েছে। সম্প্রতি বিশ্বভারতী কর্তৃপক্ষের এক সভায় পৌষমেলা আয়োজনের জন্য কেন্দ্রীয় সরকারকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এর আগে ৪ জুন বিশ্বভারতীর এক সভায় উপাচার্য, শিক্ষক, বিভিন্ন পদাধিকারী ও শান্তিনিকেতন ট্রাস্টের সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে বিশ্বভারতী আর পৌষমেলা পরিচালনার দায়িত্বে থাকবে না। তবে পৌষমেলার সঙ্গে সম্পর্কযুক্ত বিশ্বভারতীর পৌষ উৎসবের ঐতিহ্যপূর্ণ যেসব অনুষ্ঠান যেগুলি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে হয়ে থাকে, যেমন উপাসনা, প্রয়াত আশ্রমিকদের স্মরণ, মহর্ষি স্মারক বক্তৃতা, প্রতিষ্ঠা বার্ষিকী, সমাবর্তন, ও খ্রিষ্টোৎসব পালন, সেগুলি বাদ পড়ছে না।
দারোগার দপ্তরে দেখা করতে আসছেন জয়া ও টোটা
বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, কেন্দ্রকে এই মর্মে চিঠি দেওয়া হতে পারে যে কেন্দ্রীয় সরকার পৌষমেলার দায়িত্ব নিজ হাতে তুলে নিক বা সরকার অনুমোদিত কোনও সংস্থাকে দিয়ে মেলা পরিচালনা করানো হোক।
প্রসঙ্গত উল্লেখ্য, মেলার আকার বেড়ে যাওয়ায় পরিবেশ আদালত ও অন্যান্য প্রতিষ্ঠানের দেওয়া পরিবেশ সংক্রান্ত শর্ত মেনে মেলা পরিচালনা করার মত পরিকাঠামো তাদের নেই বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্বভারতী। এর সঙ্গে রয়েছে বসন্ত উৎসবকে ঘিরে তিক্ত অভিজ্ঞতা। এই সব কারণেই বিশ্বভারতী কর্তৃপক্ষ আর বিতর্কে জড়াতে চাইছে না বলে মনে করা হচ্ছে। বিশ্বভারতী যেহেতু কেন্দ্রের দ্বারাই পরিচালিত তাই কেন্দ্রীয় সরকারকেই অনুরোধ করা হবে মেলা পরিচালনার ব্যাপারে দায়িত্ব নিতে। এই মর্মেই কেন্দ্রকে চিঠি দিতে চলেছে বিশ্ববিদ্যালয়।
ছবি: এবেলা