নববর্ষেই পরমব্রত-তনুশ্রীর ‘অন্তর্ধান’
RBN Web Desk: ২০১৬-তে ‘অন্তর্লীন’, ২০১৮ সালে ‘ফ্ল্যাট নম্বর ৬০৯’-এর পর পরিচালক অরিন্দম ভট্টাচার্য নিয়ে আসছেন তাঁর তৃতীয় ছবি ‘অন্তর্ধান’। ছবির দুই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও তনুশ্রী চক্রবর্তী। এছাড়াও রয়েছেন মমতা শঙ্কর, হর্ষ ছায়া, নীল মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত।
‘অন্তর্ধান’-এ স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন পরমব্রত ও তনুশ্রী। তাদেরই মেয়ের হঠাৎ একদিন হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ছবির গল্প। এই চরিত্রে রয়েছেন মোহর চৌধুরী।
আারও পড়ুন: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল
অরিন্দমের তিনটি ছবিতেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মমতা শঙ্কর। এর মধ্যে ‘অন্তর্লীন’-এর কেন্দ্রীয় চরিত্রে দেখা গেছে তাঁকে। ‘অন্তর্লীন’-এর মতই ‘অন্তর্ধান’-এর পটভূমি সিমলা-কসৌলির হিমালয়।
অরিন্দম আজ জানালেন, ১৭ এপ্রিল মুক্তি পেতে চলেছে ‘অন্তর্ধান’। অর্থাৎ নববর্ষেই পরমব্রত-তনুশ্রীর ‘অন্তর্ধান’ রহস্যে জড়িয়ে পড়তে চলেছে বাঙালি দর্শক।