দুঃসাহসেই ভরসা রাখছে টিম ‘অতি উত্তম’
কলকাতা: মৃত্যুর চার দশক পরেও বাঙালির চোখে এখনও তিনি ‘কিং অফ রোমান্স’। বাঙালির প্রায় সব আবেগ, নস্ট্যালজিয়া এই একজনকে ঘিরেই। সেই উত্তমকুমারকেই আরও একবার বড় পর্দায় ফিরিয়ে আনতে চলেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তাঁর হাত ধরে উত্তম হয়ে উঠবেন এই যুগের ‘লাভগুরু’। সৃজিতের ‘অতি উত্তম’ ছবিতে উত্তমকুমারের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে স্বয়ং উত্তমকেই। এই ছবির তিন গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন অনিন্দ্য সেনগুপ্ত, রোশনি ভট্টাচার্য ও জিনা তরফদার। পাশাপাশি উত্তমকুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়কেও দেখা যাবে তাঁর নিজ ভূমিকাতে। আজ শহরে এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছিলেন সৃজিত ও ছবির কলাকুশলীরা।
‘অতি উত্তম’-এর কাহিনী কী নিয়ে?
উত্তমকুমারের এক ভক্ত (অনিন্দ্য) তাঁকে নিয়ে পিএইচডি করবে মনস্থির করে। এই ছেলেটি তার ব্যক্তিগত জীবনে প্রেমে অসফল। এ কথা সে তার বন্ধু গৌরবকে জানায়। ছেলেটির সমস্যা সমাধান করার উদ্দেশ্যে দুই বন্ধু বাংলা ছবির চিরন্তন প্রেমিক উত্তমকুমারের শরণাপন্ন হয়। আবির্ভূত হন উত্তম, ভক্তকে বাড়িয়ে দেন সাহায্যের হাত। মূলত রোমান্টিক কমেডি ঘরানার ছবি ‘অতি উত্তম’।
পুরনো ছবির ফুটেজ খুঁজে, সেই সংলাপ অনুযায়ী চিত্রনাট্য সাজিয়ে, উত্তমকেই আবার জীবন্ত করে তোলার মতো এমন একটি কঠিন কাজ করার সিদ্ধান্ত কেন নিলেন সৃজিত?
আরও পড়ুন: ফাগুন লেগেছে বনে বনে
“আমার মনে হয় উত্তমকুমারের চরিত্রে অন্য কেউ অভিনয় করলে সেটা অনেক বেশি ঝুঁকির কাজ হতো,” বললেন সৃজিত। “দর্শক ওঁর চরিত্রে অন্য কাউকেই মেনে নিত না। কারণ উত্তমকুমার একজনই। সেখানে বাঙালি তার প্রিয় পুরুষকেই আবার বড়পর্দায় দেখতে পাবেন। সেদিক থেকে দেখতে গেলে এটা অনেক বেশি নিরাপদ।”
উত্তমকুমার অভিনীত ৫৪টি ছবির নির্বাচিত দৃশ্যাংশ থাকছে ‘অতি উত্তম’-এ। এর মধ্য দিয়েই বাঙালির মহানায়ককে জীবন্ত করে তোলা হবে। এই ছবি শুরু করার আগে তিনি উত্তমকুমারের ৭৭টি ছবি দেখেছেন বলে জানালেন সৃজিত।
তবে উত্তমকুমারকে এভাবে পর্দায় ফিরিয়ে আনা যে নিঃসন্দেহে একটি দুঃসাহসিক কাজ, সেটা একবাক্যে মেনে নিচ্ছেন সৃজিত সহ ছবির সঙ্গে জড়িত সবাই। আর সেই দুঃসাহসেই ভরসা রাখছে টিম ‘অতি উত্তম’।
অনিন্দ্য জানালেন, “এটা আমার কাছে একটা বিরাট সুযোগ। তবে উত্তমকুমারের ‘সঙ্গে’ অভিনয় করার ব্যাপারটা আমি মন থেকে দূরে সরিয়ে রেখেছিলাম। কারণ সেই চাপটা যদি আমি নিতাম, তাহলে কাজটা করতে পারতাম না। আমি পুরোটাই সৃজিতদার উপর ছেড়ে দিয়েছিলাম।”
আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ
উত্তমকুমারকে নিয়ে কোনও ছবির থেকে নিজেকে সচেতনভাবেই দূরে সরিয়ে রাখেন বলে জানালেন গৌরব। “এই ছবিটা করতে রাজি হয়েছিলাম দুটো কারণে। প্রথম কারণ হলো দাদু ‘নিজে’ থাকছেন এই ছবিতে। দ্বিতীয়ত, খুব কম অভিনেতাই তাঁর নিজের চরিত্রে অভিনয় করার সুযোগ পান। সেটা আমি এই ছবিতে পেয়েছি। সৃজিতদার সঙ্গে ‘অটোগ্রাফ’-এ কাজ করার কথা হয়েছিল। সেটা যে কোনও কারণেই হোক বাস্তবায়িত হয়নি। অবশেষে সেই সুযোগটা এল।”
আরও পড়ুন: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল
উল্লেখ্য, তাঁর প্রথম ছবি ‘অটোগ্রাফ’-এ সত্যজিৎ রায় এবং উত্তমকুমারকে ট্রিবিউট দিয়েছিলেন সৃজিত। “উত্তমকুমারের একনিষ্ঠ ভক্ত হিসেবে এবং ‘অটোগ্রাফ’ এর দশ বছর পূর্তি উপলক্ষে এই ছবি মহানায়কের প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য,” বললেন সৃজিত।
‘অতি উত্তম’-এর সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় রয়েছেন সৌমিক হালদার। ছবির বৃহত্তর অংশে ভিএফএক্সের গুরুত্বপূর্ণ কাজ থাকছে। এই দায়িত্ব সামলেছেন রজত দলুই। পোশাক পরিকল্পনা করেছেন সাবর্ণী দাস।
পুজোয় মুক্তি পেতে চলেছে ‘অতি উত্তম’।
ছবি: প্রবুদ্ধ নিয়োগী