‘গল্পের মায়াজাল’ বুনতে চলেছেন বিদুলা
RBN Web Desk: ‘তাসের ঘর’, ‘মরীচিকা’, ‘একা’ এবং ‘সমাপ্তি’। অপূর্ণ ভালোবাসার এই চারটি গল্প একসূত্রে গেঁথে পরিচালক বিদুলা ভট্টাচার্য নিয়ে আসছেন তাঁর নতুন ছবি ‘গল্পের মায়াজাল’। এর আগে বড়পর্দায় ‘প্রেম আমার ২’ পরিচালনা করেছিলেন বিদুলা।
“চারটি গল্পের মূল বিষয় এক হলেও প্রত্যেকটি গল্প একে অপরের থেকে আলাদা,” রেডিওবাংলানেট-কে জানালেন বিদুলা।
প্রথম থেকে ডিজিটাল প্ল্যাটফর্মের কথা মাথায় রেখে বাংলা এবং হিন্দি, দুই ভাষাতেই ছবি শুট করা হয়েছিল। পরবর্তীকালে ছবিটি বড়পর্দায় দেখানোর সিদ্ধান্ত নেন পরিচালক। এটা কি শুধুই বাণিজ্যিক কারণে? উত্তরে বিদুলা জানালেন, “করোনাকালের মাঝামাঝি, আনলক পর্বের মধ্যেই আমরা এই ছবির শুটিং করেছিলাম। বাড়িতে বসেই মানুষ যাতে নতুন ছবি দেখতে পারেন সে কথা ভেবেই সিরিজ় আকারে এই ছবি বানানো হয়। তবে পরে যখন সবকিছু আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে এবং মানুষ আবার হলমুখী হচ্ছেন, তখন বড়পর্দার সুযোগ তো হাতছাড়া করা যায় না।”
আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ
কোভিড পরিস্থিতিতে খুব বেশি লোকজন নিয়ে কাজ করার অনুমতি না মেলায় মাত্র নয় দিনে সর্বসাকুল্যে ১২ জনকে নিয়ে এই ছবির কাজ শেষ করেছেন বিদুলা।
‘গল্পের মায়াজাল’-এর মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অনুরাধা মুখোপাধ্যায়, অঙ্কিতা চক্রবর্তী, রাজেশ্বর, ইশিকা দে ও অদ্রিজা রায়। এরা সকলেই বাংলা টেলিভিশন ও ওয়েব সিরিজ়ের জনপ্রিয় মুখ। চারটি গল্পে চারজন আলাদা নায়িকা থাকলেও নায়ক থাকছেন একজনই।
ছবির গল্প লিখেছেন অর্পিতা রায়চৌধুরী, চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন বিকাশ চক্রবর্তী। সঙ্গীত পরিচালনা করেছেন আশু চক্রবর্তী। ছবিটি সম্পাদনা করেছেন প্রশান্ত রায়।
২ এপ্রিল বড়পর্দায় মুক্তি পাচ্ছে ‘গল্পের মায়াজাল’।