যখন তোপসে করতাম মনে হতো পরীক্ষা দিতে এসেছি: সাহেব
RBN Web Desk: ফেলুদার ছবি রিলিজ়ের দিন পরীক্ষা দিতে আসার মতো টেনশন থাকত। সন্দীপ রায় পরিচালিত ‘হত্যাপুরী’ ছবির প্রিমিয়রে এসে বললেন সাহেব ভট্টাচার্য। ফেলুদা সিরিজ়ের মোট তিনটি ছবিতে তোপসের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। প্রতিটি ছবিতেই ফেলুদার চরিত্রে ছিলেন সব্যসাচী চক্রবর্তী। দুটি ছবিতে জটায়ুর চরিত্রে ছিলেন বিভু ভট্টাচার্য।
একটা সময় নিজে যে সিরিজ়ের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন, সেখানে আজ দর্শক হিসেবে এসে কেমন লাগছে? উত্তরে রেডিওবাংলানেট-কে সাহেব জানালেন, “যখন তোপসের চরিত্র করতাম তখন ছবি মুক্তির দিন মনে হতো যেন পরীক্ষা দিতে যাচ্ছি। সে টেনশন থেকে আমি এখন মুক্ত। এখন মনে হচ্ছে বেশ শীতের ছুটিতে মজা করে সিনেমা দেখতে এসেছি।”
আরও পড়ুন: শেষ দৃশ্যে ভাঙা হোল্ডার, সত্যজিতের জয়জয়কার
‘হত্যাপুরী’তে তাঁর অভিনীত চরিত্রে রয়েছেন আয়ুশ দাস। সেই প্রসঙ্গ উঠতে সাহেব জানালেন, “বাবুদা (সন্দীপ) নিশ্চয়ই দেখেই নিয়েছেন। উনি খুব যত্ন করে ছবিটা বানান। কাজেই যোগ্য হলে তবেই তিনি তাকে নেবেন। আসলে এই চরিত্রগুলো করতে-করতে আরও ভালো হয়। প্রথমবার হয়তো বুঝতে একটু সময় লাগে, তারপর সময়ের সঙ্গে একাত্ম হওয়া যায়।”
২০১৬ সালে তাঁর শেষ ফেলুদা সিরিজ়ের ছবি ‘ডবল ফেলুদা’ মুক্তি পেয়েছিল। এতদিন পর নতুন টিমের হাতে ফেলুদাকে দেখে স্বভাবতই একটু নস্টালজিক সাহেব।
“আমাদের পুরো টিমটাকেই খুব মিস করি। আমি, বেনুদা (সব্যসাচী), বিভুজ্যেঠু, বাকি সবার কথাই খুব মনে পড়ে। এত আনন্দ করে কাজগুলো করেছি আমরা! তবে নতুন টিমকে আমার অনেক শুভেচ্ছা, আশা করি ছবিটা দর্শকের খুব ভালো লাগবে,” বললেন সাহেব।
ছবি: প্রতিবেদক