পরাণের ‘টনিক’ দেব, মুক্তি পেল ট্রেলার

কলকাতা: শীত-গ্রীষ্ম-বর্ষা, পেটরোগা আর কেশো বাঙালির বারোমাস টনিকই ভরসা। সুগার, প্রেসার, জ্বর, পেটখারাপ নিত্যদিনের নানা অসুখে জেরবার এক প্রবীণ দম্পতি এবং তাঁদের ছেলে-বৌমাকে নিয়ে গল্প বেঁধেছেন পরিচালক অভিজিৎ সেন। বাবা-ছেলের সম্পর্কে ছোটখাটো ভুল বোঝাবুঝি, চাওয়া-পাওয়া, স্বাদ-আহ্লাদের মধ্যিখানে হঠাৎ করেই টনিকের আবির্ভাব ঘটে। ঘটনাচক্রে প্রবীণ ওই দম্পতির ছেলে বিবাহবার্ষিকী পালন করতে যায় ব্যাংককে। আর সবদিক বিচার বিবেচনা করে ছেলে সিদ্ধান্ত নেয় তার বাবা-মায়ের ৫০ বছরের বিবাহবার্ষিকীর অনুষ্ঠান হবে বাড়ির ছাদে। বসের গঞ্জনা সহ্য করে, প্রত্যেক মাসের টার্গেট পূরণ করে, নিত্যদিনের সাংসারিক ব্যয়ভার সামলাতে হিমসিম খাওয়া ছেলেমেয়েদের কাছে বাবা-মার ইচ্ছেগুলো সব অবাস্তব, অযৌক্তিক।

‘টনিক’-এর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, শকুন্তলা বড়ূয়া, দেব, তনুশ্রী চক্রবর্তী ও কনিনীকা বন্দোপাধ্যায় ও সুজন মুখোপাধ্যায়। আজ শহরে মুক্তি পেল ছবির ট্রেলার।

ছবিতে একদিকে যেমন দুই প্রজন্মের রুচি, মানসিকতা, চিন্তাভাবনার ব্যবধানকে তুলে ধরা হয়েছে, তেমনই প্রবীণ ওই দম্পতির ইচ্ছেপূরণে, এই প্রজন্মের প্রতিনিধি হিসেবে ‘টনিক’-এর মতো মানুষের গুরুত্বও এসেছে সমানভাবে। 

আরও পড়ুন: নব্বইয়ের ‘সত্যান্বেষী’, বাদ পড়লেন ব্যোমকেশ

ছবির চিত্রনাট্যের মতোই বাস্তবেও অনেকের কাছেই দেব আসল ‘টনিক’ বলে মনে করেন পরাণ। “ছবির তিন স্তম্ভ উপস্থাপক অতনু রায়চৌধুরী, অভিজিৎ ও দেব না থাকলে এই ছবি করা আমাদের পক্ষে সম্ভব হতো না,” বললেন পরাণ। 



“এই ছবি যতটা পারিবারিক ঠিক ততটাই দুঃসাহসিক,” জানালেন দেব।

করোনাকালে সবকিছু অনিশ্চিত হয়ে যাওয়ায় প্রায় দু’বছরেরও বেশি সময় আটকে ছিল ছবির মুক্তি। প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার ভরসা না করে যেখানে একের পর এক বড় ছবি ওয়েব মাধ্যমে মুক্তি পাচ্ছে, সেখানে ‘টনিক’-এর মতো ছবিকে বড়পর্দার জন্য দু’বছর পিছিয়ে দেওয়া অবশ্যই ঝুঁকির বলে মনে করেন দেব।

আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ

মুম্বইতে পরিচালক রাজু হিরানীর সহযোগী হিসেবে কাজ করেছেন অভিজিৎ। এর আগে দু’বার দুটি গল্প নাকচ হয়ে যাওয়ার পর এই প্রথমবার দেবের সঙ্গে কাজ করতে পেরে অভিভূত পরিচালক। “ইচ্ছেপূরণে বয়স কোনও বাধা নয়, এটাই ‘টনিক’-এর মূলমন্ত্র,” জানালেন পরিচালক।

চেনা ছকের বাইরে বেরিয়ে, নিজেকে ভেঙে সম্পূর্ণ অন্য ধাঁচের গান তৈরি করেছেন বলে জানালেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়।

২৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘টনিক’।

 




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *