রবীন্দ্রনাথের চরিত্র কঠিন বলেই শুরুতে না বলেছিলাম: প্রিয়াংশু
RBN News Desk: প্রথমে তিনি না’ই বলেছিলেন। কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে অভিনয় করা সহজ কাজ নয়। কিন্তু তবু শেষমেশ ‘রবীন্দ্র কাব্য রহস্য’ (Rabindra Kabya Rahasya) ছবিতে বিশ্বকবির ভূমিকায় দেখা যেতে চলেছে অভিনেতা প্রিয়াংশু চট্টোপাধ্যায়কেই (Priyanshu Chatterjee)। কীভাবে রাজি হলেন তিনি?
“আমি শুরুতেই না বলেছিলাম। কারণ সত্যি কোনওদিন কল্পনাও করিনি রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে অভিনয় করব। কিন্তু সায়ন্তন (ঘোষাল) আর হিমাংশু (ধানুকা) খুব জোর দিয়েছিল চরিত্রটার জন্য” বললেন প্রিয়াংশু।
তবে লুক টেস্ট করার পরে তাঁকে আর বিশেষ ভাবার সুযোগ দেওয়া হয়নি। “ওরা তো আগে থেকেই ভেবে রেখেছিল”, বললেন তিনি, “সায়ন্তন বলল একটা লুক টেস্ট করে দেখা যাক। তখন কলকাতায় এসে লুক টেস্ট করলাম। ওটার পর ওরা নিশ্চিত তো হয়েইছিল, আমার নিজেরও তখন মনে হলো যে ব্যাপারটা খুব খারাপ লাগছে না। মেকআপ আর কস্টিউমের সাহায্যে অনেকটাই চলে আসবে লুকটা।”
আরও পড়ুন: একই নারী, একই ট্রাজেডি
তবে শুধুই মেকআপ নয়, শারীরিক কসরতও করতে হয়েছে তাঁকে কিংবদন্তি ব্যক্তিত্বের চরিত্রে অভিনয় করতে। অনেকটা ওজনও কমাতে হয়েছে। প্রিয়াংশুর মতে “শুধু তো চেহারা নয়, ওরকম একটা মানুষের জ্ঞান, মেধা, ব্যক্তিত্ব সবটা ফুটিয়ে তোলা খুব কঠিন একটা কাজ ছিল। আমি যে সবটা পেরেছি এমনও বলবো না। দর্শক বিচার করবেন চরিত্রটা আদৌ বিশ্বাসযোগ্য লাগছে কিনা।”
ছবিতে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা কী?
জানা যাচ্ছে ১৯১২ সালে, নোবেল পুরস্কার পাওয়ার এক বছর আগে, রবীন্দ্রনাথ তাঁর ‘গীতাঞ্জলি’র পাণ্ডুলিপি নিয়ে ইংল্যান্ড ভ্রমণ করেছিলেন। সেই সময়টাই উঠে আসবে এই ছবিতে। সেই ইংল্যান্ড ভ্রমণের কিছু ঘটনা নিয়ে গড়ে উঠবে রহস্য। ছবিতে সেই সময়ের টাইমলাইনে প্রিয়াংশুকে দেখা যাবে বিশ্বকবির চরিত্রে।
২০ জুন মুক্তি পাচ্ছে ‘রবীন্দ্র কাব্য রহস্য’।
