নতুন বছরের শুরুতেই ‘ফেলুবক্সী’

RBN Web Desk: বাংলা সাহিত্যের পাতায় প্রতিবছরই কয়েকজন নতুন গোয়েন্দা আত্মপ্রকাশ করে। চলচ্চিত্র এবং ওয়েব সিরিজ়ের দৌলতে সে সংখ্যা বেড়েই চলেছে। তাদের মধ্যে অনেকেই আবার সুপ্রতিষ্ঠিত গোয়েন্দাদের ধাঁচেই গড়া। দেবরাজ সিংহের নতুন ছবির গোয়েন্দা সেরকম কোনও চলচ্চিত্রের ধাঁচে গড়া না হলেও, তার নাম বেশ কৌতূহলজনক। গোয়েন্দার নামেই ছবির নামকরণ ‘ফেলুবক্সী’ (Felubakshi)

এই কাহিনির রহস্য মুখার্জিবাড়িকে কেন্দ্র করে। অনিমেষ মুখার্জির একমাত্র ছেলের অস্বাভাবিক মৃত্যু হলে তিনি সেই তদন্তের ভার তুলে দেন ফেলুবক্সীর হাতে। ফেলুবক্সী ও তাঁর সহকারী দেবযানী তদন্তে নেমে পড়ে। তবু এরপরে আরও দুটি খুন হয়ে যেতে তারা বুঝতে পারে, কেবল পারিবারিক ব্যাপার নয়, এর পেছনে অন্য খেলা চলছে। ইতিমধ্যে এক বড়মাপের ব্যবসায়ী মেঘনাদ চ্যাটার্জিকেও বারংবার মুখার্জিবাড়ির চত্বরে ঘুরে বেড়াতে দেখা যায়। প্রশ্ন হলো, কে এই ঘটনাগুলো ঘটাচ্ছে এবং কেনই বা তা ঘটছে।

আরও পড়ুন: বাস্তুচ্যুত প্রান্তজন, নর্মদা ‘পরিক্রমা’য় দেখালেন গৌতম

এই ছবির নামভূমিকায় থাকছেন সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। তাঁর সহকারী দেবযানীর চরিত্রে রয়েছেন মধুমিতা সরকার (Madhumita Sarcar)। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পরীমণি, শতাফ ফিগার, সুমন্ত মুখোপাধ্যায়, মেঘমল্লার, দেবনাথ চট্টোপাধ্যায়, অনিন্দিতা সরকার, শ্রীজিত আয়ুষ্মান সরকার ও পূজা সরকার।

ছবির কাহিনিকারও দেবরাজ। জানালেন, “ফেলুবক্সী চরিত্রটা নিয়ে আমি অনেকদিন ধরে চিন্তাভাবনা করেছি। আমার কাছে ফেলুবক্সী তার সাহস, বুদ্ধিমত্তা এবং ভয়ডরহীন স্বভাবের জন্য সুপারহিরোস্বরূপ। তাছাড়া দর্শক তাকে পেটুক এবং রসিক মানুষ হিসেবেও দেখবেন। অনেকদিন ধরে এই চরিত্রকে পর্দায় নিয়ে আসতে চেয়েছিলাম, এতদিন বাদে তা সফল হলো।”

১৭ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘ফেলুবক্সী’।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *