দোটানায় চ্যানেল, অনিশ্চিৎ কফির চুমুকে আড্ডা
RBN Web Desk: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে কেন্দ্র করে অনিশ্চিৎ হয়ে পড়ল জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এর ভবিষ্যৎ। ১৪ জুন বান্দ্রায় আত্মহত্যা করেন সুশান্ত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৪ বছর। অভিষেক কাপুর পরিচালিত ‘কাই পো চে’র মাধ্যমে ছবির জগতে আত্মপ্রকাশ করেন তিনি।
সুশান্তের মৃত্যুর পর একাধিক মহল থেকে পরিচালক করণ জোহরের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ তোলা হয়েছে। এমনকি সুশান্তের আত্মহত্যার জন্য পরোক্ষভাবে দায়ীও করা হয়েছে ‘কফি উইথ করণ’-এর সঞ্চালককে। করণ ছাড়াও ট্রোলের ভয়ে সোশ্যাল মিডিয়া থেকে দূরত্ব বজায় রেখেছেন সোনম কপুর, করিনা কাপুর খান, আলিয়া ভট্টরা।
আরও পড়ুন: অনুষ্কার হাত ধরে প্রকাশিত হলো ‘অভিযাত্রিক’-এর প্রথম পোস্টার
এদিকে ‘কফি উইথ করণ’-এর পরবর্তী সিজ়নের প্রচারের কাজ শুরু হওয়ার পর দর্শকেদর একাংশের রোষের মুখে পড়েছে এই শো। অভিযোগ, এই শোয়ে প্রথম সারির কয়েকজন অভিনেতা সুশান্তকে নিয়ে তির্যক মন্তব্য করেছিলেন। সংবাদমাধ্যমে প্রকাশ, এই পরিমাণ নেতিবাচক প্রতিক্রিয়ার জেরে আগামীদিনে ‘কফি উইথ করণ’ আদৌ সম্প্রচার করা হবে কিনা তাই নিয়ে এখন দোটানায় চ্যানেল কর্তৃপক্ষ।
এদিকে গতকাল পটনার বাড়িতে গিয়ে প্রয়াত অভিনেতার পরিবারের সঙ্গে দেখা করেন নানা পটেকর।