দুই অর্ধে দুটি গান, মুক্তি পেল ‘সামসারা’র সঙ্গীত
কলকাতা: মুক্তি পেল ‘সামসারা’ ছবির গান। সুদেষ্ণা রায় ও অভিজিত গুহ পরিচালিত ‘সামসারা’ বহুদিন বাদে দেখা হওয়া তিন বাল্যবন্ধুর গল্প। অতীত দিনের কথা উঠে আসে তাদের আড্ডায়। এরপর তারা ঠিক করে একসঙ্গে কোথাও বেড়াতে যাবে। বেড়াতে গিয়ে ঘটে নানান অদ্ভুত ঘটনা যার মধ্যে দিয়ে তিন বন্ধুর জীবনে আসে নতুন উপলব্ধি। ‘সামসারা’র মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, রাহুল বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রজিত চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, সমদর্শী দত্ত, তনুশ্রী চক্রবর্তী, দেবলীনা কুমার, অম্বরীশ ভট্টাচার্য ও আর্যা বন্দ্যোপাধ্যায়।
গতকাল শহরে ছবির পরিচালকদ্বয় ও কলাকুশলীদের উপস্থিতিতে প্রকাশ করা হল এই ছবির দুটি গান। এর মধ্যে ‘কথা ছিল ঘুম ঘুম এ সফর’ গানটি লিখেছেন ও সুর করেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, গেয়েছেন রূপঙ্কর বাগচী।
রূপঙ্কর জানালেন, “এই গানটা আমাদের সময়ের মত করে করা হয়েছে। গাইতে গিয়ে মনে হল এ তো আমারই গান। এখনও ওইরকম ভ্যাগাবন্ডের মতো জীবন কাটাতে পারলে বেশ লাগত, তবে তা তো আর সম্ভব নয়।” গানটি কিছুটা গেয়েও শোনালেন তিনি।
তিন মূর্তি ও পায়ের তলায় সরষে
‘কথা ছিল ঘুম ঘুম এ সফর’ কিভাবে তৈরি হল বলতে গিয়ে অনিন্দ্য জানালেন, “সুদেষ্ণাদি আর রানাদা (অভিজিৎ) যখন আমাকে গল্পটা বলেছিল, তখন বুঝলাম এটা শুধুমাত্র একটা রিইউনিয়নের কাহিনী নয়। এর সঙ্গে অনেক কিছু জড়িয়ে আছে। তবে আমার কাছে যে সিচুয়েশনটা ছিল সেটা হল এই তিন বন্ধু একটা সময় কলকাতা দাপিয়ে বেড়াতো। এতদিন পরে তারা এক হয়েছে, সেই দিনগুলোয় আবার ফিরে যেতে চাইছে। যেন বলতে চাইছে, এটা আমার শহর।” গানটিতে ল্যাটিন সুরের ছোঁয়া থাকছে বলেও জানালেন অনিন্দ্য। যন্ত্রানুসঙ্গ পরিচালনা করেছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়।
‘সামসারা’র অন্য গানটি লিখেছেন সুমিত আচার্য, সুর ও কণ্ঠ জ়ুবিন গর্গের।
সত্যজিৎ ও রেলভূত
ছবির আবহ সঙ্গীতের দায়িত্বে রয়েছেন নবারুণ বোস। জানালেন, “আবহ সঙ্গীত দু’রকমভাবে করা হয়। সঙ্গীতের মাধ্যমে ছবিটাকে বোঝানো অথবা ইন্টেলেকচুয়ালি গল্পটাকে ব্যাখ্যা করা। ‘সামসারা’ যেহেতু সাইকোলজিকাল থ্রিলার, তাই এখানে আমি কিছু মেডিটেটিভ সাউন্ড ব্যবহার করেছি, যেমন টিবেটান মিউজ়িক বা চেলো। গল্পের পেছনে ফিলজ়ফিটাকে তুলে ধরাই আমার উদ্দেশ্য ছিল।”
সুদেষ্ণা জানালেন, “ছবিতে দুই অর্ধে দুটি গান থাকছে। গান দুটির মুড একটি অন্যটির থেকে একেবারেই আলাদা। সেটা শুনলেই বোঝা যাবে, তার কারণ ছবিটাও দুটো ভাগে দু’রকমভাবে গল্পটা বলছে।”
আগস্টের প্রথমদিকে মুক্তি পেতে চলেছে ‘সামসারা’।
ছবি: গার্গী