প্রথমবার ওয়েব সিরিজ়ে সৌমিত্র
RBN Web Desk: প্রথমবার ওয়েব সিরিজ়ে অভিনয় করতে চলেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। রুদ্রনীল ঘোষের পরিচালনায় ‘গঙ্গা’ সিরিজ়ের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাঁকে। এই সিরিজ়ে এক ড্রাগ মাফিয়ার চরিত্রে অভিনয় করবেন সৌমিত্র।
ষাটের দশক থেকেই নায়ক ও খলনায়ক চরিত্রে সমানভাবে অভিনয় করেছেন সৌমিত্র। ১৯৬১ সালে পরিচালক তপন সিংহের ‘ঝিন্দের বন্দী’ ছবিতে আইকনিক খলনায়ক ময়ূরবাহনের ভূমিকায় তাঁকে দেখা যায়। এছাড়া ‘প্রতিশোধ’, ‘আগুন’, ‘কাকাবাবু হেরে গেলেন’ প্রভৃতি ছবিতে খলচরিত্রে অভিনয় করেছেন সৌমিত্র। তবে সাম্প্রতিককালে এমন চরিত্রে তাঁকে অভিনয় করতে দেখা যায়নি।
আরও পড়ুন: জন্মদিনে ‘পূরবী’র সুচিত্রা-স্মরণ
ওয়েব সিরিজ়ের পরিচালক হিসেবে হাতেখড়ি হতে চলেছে রুদ্রনীলেরও। কলকাতার ড্রাগ মাফিয়া চক্রের কাহিনী নিয়ে তৈরি হতে চলেছে এই থ্রিলার সিরিজ়। এর আগে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘ভিঞ্চিদা’র কাহিনীকার ছিলেন রুদ্রনীল।
তবে ‘গঙ্গা’র অন্যান্য অভিনেতাদের নাম এখনও যানা যায়নি। এই বছরেই সিরিজ়টি হইচইতে দেখা যাবে বলে আশা করা হচ্ছে।
ছবি: গার্গী মজুমদার