দুটো নয়, এবার পুজোয় সম্ভবত একটাই ব্যোমকেশ
RBN Web Desk: ব্যোমকেশ বক্সী নামটার সাথে প্রতিটি বাঙালির সম্পর্ক চিরন্তন। ১৯৩১ সালে ধুতি পাঞ্জাবি পরিহিত তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন এই যুবককে বইয়ের পাতায় জীবন্ত করে তোলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে সিনেমা হোক বা টেলিভিশন এমনকি বর্তমানের ওয়েব সিরিজ়, সবেতেই সমান জনপ্রিয় কিংবদন্তি এই চরিত্রটি।
এ বছর পুজোয় বড় পর্দায় দুই ব্যোমকেশের মুখোমুখি হওয়ার কথা। সায়ন্তন ঘোষালের পরিচালনায় এই প্রথম ব্যোমকেশের ভূমিকায় অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়। ছবির নাম ‘সত্যান্বেষী ব্যোমকেশ’। এর আগে সায়ন্তনের ‘যখের ধন’ ছবিতে অভিনয় করেছেন পরমব্রত। অপরদিকে আবির চট্টোপাধ্যায়কে কেন্দ্রীয় চরিত্রে রেখে ব্যোমকেশের নতুন একটি ছবি পরিচালনা করার কথা বিরসা দাশগুপ্তর। আবির এর আগে ছ’টি ছবিতে ব্যোমকেশের ভূমিকায় অভিনয় করেছেন। শোনা যাচ্ছে, আবির অভিনীত ‘ব্যোমকেশ পর্ব’, ‘হর হর ব্যোমকেশ’ ও ‘ব্যোমকেশ গোত্র’ ছবির প্রযোজনা সংস্থার সঙ্গেই কাজ করার কথা বিরসার।
বিবাহ যখন বিভ্রাট হয়ে যায়
তবে টালিগঞ্জ সূত্রের দাবী, আবির যে ছবিতে ব্যোমকেশের ভূমিকায় আছেন, বিভিন্ন কারণে তা আপাতত পিছিয়ে গেছে। তাই এবার পুজোয় দুটো নয়, ব্যোমকেশের একটাই ছবি মুক্তি পাওয়ার কথা।
খবরে প্রকাশ, সায়ন্তন স্বীকার করেছেন যে যেহেতু ব্যোমকেশকে নিয়ে এবার পুজোয় একটাই ছবি মুক্তি পাচ্ছে, সেক্ষেত্রে বক্স অফিসে তার ছবি ভালোই ব্যবসা করবে। সায়ন্তনের ছবিতে ব্যোমকেশের বন্ধু অজিত বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে থাকছেন রুদ্রনীল ঘোষ।
উইগ থেকে শাড়ি, সবকিছুরই ওয়ার্কশপ করতে হয়েছে: সুস্মিলী
সূত্রের দাবী, বর্তমানে বিরসা ব্যোমকেশকে নিয়ে ছবির চিত্রনাট্য পুনঃনির্মাণে ব্যস্ত। পুজোর আগে সেই কাজ যদি শেষ হয় তাহলে হয়ত দর্শকরা ছবিটি পুজোতেই দেখতে পাবেন। না হলে পুজোর পর মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকছে এই ছবির। বিরসার ব্যোমকেশ নিয়ে আশাবাদী সায়ন্তন নিজেও।