মুক্তির অপেক্ষায় ‘বড়বাবু’
RBN Web Desk: বাঙালিকে আত্মবিস্মৃত জাতি বলে মনে করা হলেও ইদানিং বাংলার ইতিহাস ও শিল্পসংস্কৃতির নানা উল্লেখযোগ্য দিক তুলে এনে ছবি করার উৎসাহ দেখা যাচ্ছে টালিগঞ্জের পরিচালকদের মধ্যে। উঠে আসছে বাংলা নাটকের গোড়ার কথা, সেই ভূমিকায় যাঁরা স্বনামধন্য ছিলেন তাঁদের জীবনও তুলে ধরা হচ্ছে। এই ধারার নতুন সংযোজন বাংলা নাট্যজগতের কিংবদন্তি অভিনেতা শিশিরকুমার ভাদুড়ি, বাংলার মঞ্চ দুনিয়া যাঁকে বড়বাবু বলে ডাকত। তাঁর জীবনকাহিনী নিয়ে ছবি করেছেন রেশমি মিত্র। ছবির নামও ‘বড়বাবু’, নামভূমিকায় অভিনয় করেছেন সুজন মুখোপাধ্যায়। এছাড়াও বিভিন্ন ভূমিকায় রয়েছেন সুদীপ্তা চক্রবর্তী, পায়েল সরকার, ভাস্বর চট্টোপাধ্যায়, সুপ্রতিম রায় ও বিশ্বনাথ বসু।
তবে এই ছবি জীবনীমূলক হলেও একেবারে হুবহু ইতিহাস আশ্রিত নয় বলে জানা গেল। বাংলার নাট্যাচার্যের জীবনের গুরুত্বপূর্ণ কিছু কাজ ছাড়াও এই ছবিতে থাকবে অভিনেত্রী প্রভাদেবী (সুদীপ্তা) ও কঙ্কাবতীর (পায়েল) সঙ্গে তাঁর ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের অধ্যায়। এই দুই নারীই তাঁর জীবনে গভীর প্রভাব ফেলেছিেলেন।
ক্ষিরোদপ্রসাদ বিদ্যাবিনোদের ‘আলমগীর’ নাটকের নামভূমিকায় অভিনয় করে বাংলার রঙ্গমঞ্চে যে শিশিরকুমারের আবির্ভাব ঘটেছিল, তিনিই আবার ‘সীতা’ নাটকে রামচন্দ্রের ভূমিকায় দুর্দান্ত অভিনয় করে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশংসা কুড়িয়েছিলেন। ‘সীতা’র নামভূমিকায় অভিনয় করতেন প্রভাদেবী। তিনি ছিলেন অসাধারণ অভিনয় ক্ষমতার অধিকারী। তবে প্রভাদেবী আক্ষরিক অর্থে শিক্ষিত ছিলেন না, অন্যদিকে শিশিরকুমার ছিলেন ইংরেজি সাহিত্যের অধ্যাপক। অভিনয়ের জন্য তিনি অধ্যাপনা পর্যন্ত ছেড়ে দিয়েছিলেন। আবার কঙ্কাবতী ছিলেন শিক্ষিতা। তিনি রবি ঠাকুরের কবিতা আবৃত্তি করতেন ও গান গাইতেন। তাঁকে দেখে মুগ্ধ হয়েছিলেন শিশিরকুমার। অনেক কম বয়সে তাঁর স্ত্রী ঊষা তাঁদের একমাত্র শিশুপুত্রকে রেখে আত্মহত্যা করেন। বহু সংগ্রাম ও মানসিক ওঠাপড়ার মধ্যে দিয়েও তাঁর থিয়েটারকে বাঁচিয়ে রাখতে চেয়েছিলেন শিশিরকুমার।
আরও পড়ুন: সম্পর্ক অস্বীকার জ়িনতের
ছবিতে কালপঞ্জি মেনে কিংবদন্তি অভিনেতার জীবনের সব অধ্যায় উঠে আসবে না। তবে তাঁর শিল্পীসত্তা, বিভিন্ন সময়ের টানাপোড়েন, ভালবাসা, সত্যের অনুসন্ধান, নানা অভিব্যক্তি এসবই দেখা যাবে ছবিতে।
‘বড়বাবু’র সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন বিক্রম ঘোষ। কিছুদিন আগে শেষ হয়েছে ছবির শুটিং। আপাতত চলছে পোস্টপ্রোডাকশনের কাজ।