মুখোশ মানুষের টানাপোড়েন নিয়ে কর্পোরেট থ্রিলার

RBN Web Desk: নামকরা ব্যবসায়ী জয় সান্যাল তার বিরোধী শিবিরের হত্যা ষড়যন্ত্রের শিকার হন। সেই রহস্যের সমাধান হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই জয়কে তার নিজের জীবনের এক অন্ধকার সত্যের মুখোমুখি দাঁড়াতে হয়। জয়ের অফিসের অ্যাসোসিয়েট নন্দিনী কি এই ব্যাপারে কিছু জানে? তদন্তকারী অফিসার মানিক সেন কি সত্যিই রহস্যভেদ করতে পারবে?

শীতের আমেজ মেখে কিছুদিনের মধ্যেই আসছে পরিচালক অর্ফিয়াস মুখোটির কর্পোরেট থ্রিলার ছবি ‘মুখোশে মানুষে খেলা’। ছবিতে জয়ের ভূমিকায় দেখা যাবে জয়দীপ চক্রবর্তীকে। এছাড়াও নন্দিনী ও মানিকের চরিত্রে আছেন প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar) ও সুব্রত দত্ত (Subrat Dutta)। কলকাতা পুলিশের এসিপি অলক সান্যাল থাকবেন তাঁর নিজের ভূমিকায়। সম্প্রতি প্রকাশিত হয়েছে ছবির প্রথম পোস্টার। 

আরও পড়ুন: মুম্বইও কি “ঘটিয়া”? প্রথম ছবি মুক্তির আগেই পাততাড়ি গোটালেন অনুরাগ কশ্যপ

ছবির কাহিনিকার জয়দীপ নিজেই। থিয়েটার ও শর্ট ফিল্ম অভিনেতা আবুধাবি প্রবাসী অভিনেতা জানালেন, “‘মুখোশে মানুষে খেলা’ এক থ্রিলিং জার্নির গল্প। আমরা আশাবাদী, দর্শকের এই কর্পোরেট থ্রিলার দেখতে ভালো লাগবে।”

এর আগে ‘এই শহরে’, ‘বলি’, ‘আকাশী পুলওভার’ ছবিগুলি পরিচালনা করেছেন অর্ফিয়াস। তিনি জানালেন, “একেবারে আলাদা ঘরানার ছবি ‘মুখোশে মানুষে খেলা’। বাংলায় এরকম কর্পোরেট থ্রিলার এর আগে হয়নি। ছবির শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে টানটান সাসপেন্স।”

গতবছর শেষ হয়েছে ছবির শুটিং। ছবির চিত্রগ্রহণ করেছেন সৌরভ দে। সুর সংযোজন করেছেন কৌশিক ঘোষ। ছবির শীর্ষসঙ্গীতটি গেয়েছেন অভিজিৎ বর্মণ (পটা)।

ফেব্রুয়ারি মাসে ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীতে মুক্তি পাবে ছবিটি। 

Anurag Kashyap

Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *