মহামায়া হয়ে ফিরছেন সুদীপ্তা চক্রবর্তী
RBN Web Desk: টেলিভিশনে ফিরতে চলেছেন জনপ্রিয় টেলি-অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। ছোট পর্দায় শীঘ্রই শুরু হতে চলেছে ভক্তিমূলক ধারাবাহিক মহাপীঠ তারাপীঠ। নতুন এই ধারাবাহিকেই মহামায়ার চরিত্রে দেখা যাবে সুদীপ্তাকে।
এর আগে রেশম ঝাঁপি ধারাবাহিকে সুদীপ্তার অভিনয় প্রশংসিত হয়। এছাড়াও বহু সফল মেগা-ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী, যার মধ্যে বিকেলে ভোরের ফুল ও ইষ্টি কুটুম অন্যতম। দ্বিতীয়টি জনপ্রিয়তার শিখরে ওঠে এবং প্রায় প্রতি সপ্তাহেই টিআরপি তালিকায় একদম ওপরের দিকে থাকত।
নায়ক শহর কলকাতা
মহাপীঠ তারাপীঠ-এ সাধক বামাক্ষ্যাপার চরিত্রে অভিনয় করছেন সব্যসাচী চৌধুরী।
রেশম ঝাঁপির পর বেশ কিছুদিন ছোট পর্দাকে বিদায় জানিয়েছিলেন সুদীপ্তা। মাঝখানে বেশ কয়েকটি ছবিতেও অভিনয় করেন। সংবাদমাধ্যমকে সুদীপ্তা জানালেন, টেলিভিশনে ফিরতে পেরে ভালোই লাগছে।