প্রথম পাণ্ডব এবার মোদীর ভূমিকায়
RBN Web Desk: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকায় অভিনয় করতে চলেছেন গজেন্দ্র চৌহান। মিলন ভৌমিক পরিচালিত ‘এক অউর নরেন’ ছবির নামভূমিকায় রয়েছেন গজেন্দ্র। এর আগে ওমঙ্গ কুমার পরিচালিত ‘পিএম নরেন্দ্র মোদী’ ছবিতে প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন বিবেক ওবেরয়। এ ছাড়াও মহেশ ঠাকুরকে কেন্দ্রীয় চরিত্রে রেখে ‘মোদী: জার্নি অফ এ কমন ম্যান’ ওয়েব সিরিজ় পরিচালনা করেছিলেন উমেশ শুক্ল। এই নিয়ে তৃতীয়বার ক্ষমতায় থাকাকালীন মোদীর জীবন নিয়ে ছবি হতে চলেছে। সম্প্রতি কলকাতায় ‘এক অউর নরেন’-এর মহরতে উপস্থিত ছিলেন গজেন্দ্র।
‘বাগবান’ ও ‘১৯২০ লন্ডন’-এর মতো ছবিতে অভিনয় করেছেন গজেন্দ্র। তবে বেশিরভাগ দর্শকের কাছে তিনি প্রথম পাণ্ডব যুধিষ্ঠির হিসেবেই পরিচিত। বি আর চোপড়া পরিচালিত ১৯৮৮ সালের ধারাবাহিক ‘মহাভারত’-এ যুধিষ্ঠিরের চরিত্রে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পান গজেন্দ্র।
আরও পড়ুন: ‘নৈবেদ্য’ নিয়ে এলেন মেখলা
‘এক অউর নরেন’-এ মোদীর চরিত্রে অভিনয়ের জন্য প্রথমে পরেশ রাওয়ালের কথা ভাবা হলেও শারীরিক অসুস্থতার কারণে তিনি এই ছবির কাজ থেকে পিছিয়ে আসেন। তাঁর পরিবর্তে গজেন্দ্রকে নেন পরিচালক।
মোদীর ভূমিকায় তাঁর লুকের ছবি টুইটারে প্রকাশ করেছেন গজেন্দ্র।
মিলন পরিচালিত ‘১৯৪৬-দ্য গ্রেট ক্যালকাটা কিলিং’ ছবিটি বিতর্কিত বিষয়বস্তু থাকার কারণে মুক্তি পায়নি। এরপর মিলন ‘নির্ভয়া’, ‘ডন নম্বর ওয়ান’, ‘দাঙ্গা: দ্য রায়ট’-এর মত ছবি পরিচালনা করলে সেগুলোও তেমন সাফল্যের মুখ দেখেনি। তবে পারিপার্শ্বিক পরিপ্রেক্ষিতে মোদীর বাংলা বায়োপিক ‘এক অউর নরেন’ নিয়ে আশাবাদী পরিচালক। এক সাধারণ চা বিক্রেতা থেকে দেশের প্রধানমন্ত্রী হয়ে ওঠার গল্পকে তুলে ধরবেন তাঁর চিত্রনাট্যে।
‘এক অউর নরেন’-এ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ভূমিকায় সুদীপ মুখোপাধ্যায়ের থাকার কথা।
তবে এখানেই শেষ নয়, শোনা যাচ্ছে, সঞ্জয় লীলা বনশালীও মোদীকে নিয়ে একটি ছবি পরিচালনা করতে চলেছেন। আপাতত ছবিটির নাম রাখা হয়েছে ‘মন বৈরাগী’।