কৌশিকের পর গিরিশচন্দ্র ব্রাত্য
RBN Web Desk: রামকমল মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘বিনোদিনী, একটি নটীর উপাখ্যান’ ছবিতে বাংলা পেশাদার নাটকের আদিপুরুষ গিরিশচন্দ্র ঘোষের ভূমিকায় কৌশিক গঙ্গোপাধ্যায় অভিনয় করতে চলেছেন এ কথা সবারই জানা। কৌশিকের পর এবার সেই চরিত্রে দেখা যাবে ব্রাত্য বসুকে।
গতকাল প্রকাশিত হয়েছিল ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে নটি বিনোদিনীর চরিত্রে প্রিয়াঙ্কা সরকারের লুক। সেই একই ছবিতে গিরিশচন্দ্রের ভূমিকায় অভিনয় করতে চলেছেন ব্রাত্য।
আরও পড়ুন: এখনই বাংলাদেশে নয় ‘পাঠান’
উল্লেখ্য ‘লহ গৌরাঙ্গের নাম রে’ সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনা করার কথা থাকলেও, পরিচালক হিসেবে তিনি থাকছেন না। তবে ছবির চিত্রনাট্য তাঁরই লেখা। ছবিতে শ্রীচৈতন্যের ভূমিকায় থাকছেন পরমব্রত চট্টোপাধ্যায়। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পাওলি দাম ও তৃণা সাহা।
রথযাত্রার দিন থেকে শুরু হবে ‘লহ গৌরাঙ্গের নাম রে’র শুটিং।