ধূসর মনস্তত্বের অপরাধনামা নিয়ে মুক্তি পেল ‘সিন’
RBN Web Desk: করোনার আবহে সারা দেশ গৃহবন্দী। বন্ধ রয়েছে সমস্ত ছবির শুটিং। এই অবসরে ওয়েব মাধ্যমগুলিতে একের পর এক নতুন সিরিজ় মানুষের বন্দী দশায় অনেকটাই বিনোদনের প্রলেপ লাগাতে সফল হচ্ছে। বড়পর্দার মতো এর মধ্যে থ্রিলার ঘরানার সিরিজ়ই যে দর্শকদের বেশি পছন্দ তা বলার অপেক্ষা রাখে না। সেই ঘরানাতেই পরিচালক অরুণাভ খাসনবিস নিয়ে এলেন নতুন ওয়েব সিরিজ় ‘সিন’। এই সিরিজ়ের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিয়ান ডি রায়, শ্বেতা মিশ্র, লক্ষ্য পাঞ্জাবি ও জয়দীপ সিং।
পাহাড়ি এলাকায় একটি মেয়ের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে আবর্তিত ‘সিন’-এর গল্প। ক্রমশ জানা যায় এই মৃত্যুর সঙ্গে যোগ রয়েছে কলকাতার এক সংগঠিত অপরাধ চক্রের, যারা মাদক, যৌন পাচার ও একাধিক খুনের সঙ্গে জড়িত। এক অনিচ্ছুক পুলিশ অফিসার ঘটনাচক্রে জড়িয়ে পড়েন এই কেসের তদন্তে। একটার পর একটা সূত্র ধরে ক্রমশ ঢুকতে থাকেন ঘটনার কেন্দ্রে। এক তরুণ দম্পতিও তাদের যৌন উত্তেজনা চরিতার্থ করতে গিয়ে এই ঘটনায় জড়িয়ে পড়ে। তদন্তে উঠে আসে অন্ধকার জগতের নানা গোপনীয় তথ্য।
হিন্দীতে নির্মিত এই সিরিজ়ের ডাবিং ভার্শন দেখা যাবে বাংলাতেও। ছয় পর্বের এই সিরিজ়ে পুপনের সুরে দুটি গান থাকছে। তিরিশটি লোকেশনে দীর্ঘ আট মাস ধরে ‘সিন’-এর শুটিং চলেছে কলকাতা ও সংলগ্ন এলাকায়।
আরও পড়ুন: যন্তর মন্তর কক্ষের নেপথ্যে
এর আগে বড়পর্দায় ‘বিসর্গ’ নামে একটি ছবি পরিচালনা করলেও পরিচালক হিসেবে অরুণাভর এটাই প্রথম ওয়েব সিরিজ়। ‘সিন’কে মানবিক থ্রিলার বলে বর্ণনা করলেন তিনি। “এই ধরণের অপরাধ নিয়ে আগে এখানে কাজ হয়নি,” রেডিওবাংলানেট-কে বললেন অরুণাভ। “একেবারেই অন্য ধারার এই ক্রাইম থ্রিলারে সাধারণ মানুষের ধূসর মনস্তত্ব উঠে আসবে। এখানে কেউ গল্পের সাজানো চরিত্র নয়, সকলেই সাদাকালোয় মেশানো বাস্তবের মানুষ। এই ধরণের অপরাধের সঙ্গে জড়িত কিছু মানুষের সঙ্গে আমরা কথা বলেছি। সেই ভিত্তিতেই লেখা হয়েছে গল্প। মূল গল্প কোনও সত্য ঘটনা থেকে নেওয়া না হলেও ছবির প্রেক্ষাপট বাস্তবকে সামনে রেখেই তৈরি করা হয়েছে। ছবিতে যেসব চরিত্রদের দেখা যাবে তারা প্রত্যেকেই গল্পের প্রয়োজনীয় অংশ।”
এই সিরিজ়ের জন্য ২,০০০-এর বেশি মানুষের অডিশন নিয়েছিলেন বলে জানালেন অরুণাভ, যার মধ্যে ১,০০০-এর বেশি অডিশনে তিনি নিজে উপস্থিত ছিলেন। ‘সিন’-এর দ্বিতীয় সিজ়ন করার পরিকল্পনাও রয়েছে বলে জানালেন তিনি।
ছবির দৃশ্যগ্রহণ করেছেন আর রত্ন।
আড্ডাটাইমসে আজ মুক্তি পেল ‘সিন’।