দুই ভাইয়ের মান অভিমান নিয়ে শিলাদিত্যর ‘বারান্দা’
RBN Web Desk: ‘একটি তারা’র পর এবার দুই ভাইয়ের মান অভিমানের গল্প নিয়ে হাজির শিলাদিত্য মৌলিক। চারদিন আগে মুক্তি পেয়েছিল এক নায়িকার ভীত ভবিষ্যতের গল্প। আর এবার শিলাদিত্যর ‘বারান্দা’ লকডাউনে আটকে থাকা দুই ভাইয়ের মনস্তত্বের গল্প। আজ মুক্তি পেয়েছে এই ছবি।
সম্পত্তি ভাগাভাগির জেরে আলাদা হয়ে গেলেও একই বহুতল আবাসনের বাসিন্দা দুই ভাই। অভিমানে তাদের হৃদয়ের কোণে জমে একে অপরের প্রতি ক্ষোভের পাহাড়। বর্তমানে লকডাউনের মাঝে এমনই এক মন কেমন করা সকালে হঠাৎ ফোন করে ছোটভাই। ফোনটা ধরতেই তার গলায় শোনা যায়, ‘কেমন আছিস দাদা?’
প্রশ্ন শুনে ধন্দে পড়ে যায় দাদা। সামান্য একটা বারান্দা নিয়ে ছোটভাই তাকে আদালতের কাঠগোড়ায় দাঁড় করিয়ে দিয়েছিল। এখন এই লকডাউনের বাজারে ভাই কী তাকে সহানুভূতি জানাতে চাইছে? না, ভাই আজ অনুতপ্ত। বরং বলা যায় সে ভীত। আতঙ্কিত ভবিষ্যতের কথা ভেবে। এরপরেই গল্পে আসে টুইস্ট।
আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ
“সম্পত্তি নিয়ে আমাদের অনেকের পরিবারেই অশান্তি হয়। এখানেও দুই ভাইয়ের মধ্যে একটা বারান্দা নিয়ে অশান্তি। এর মধ্যেই লকডাউন এসে পড়ায় ছোটভাইয়ের মনে হতে থাকে এই মহামারিতে যদি আচমকা কেউ মারা যায়, তাহলে তো দাদার কাছে তার আর কোনওদিন ক্ষমা চাওয়া হবে না। এখান থেকেই গল্পটা শুরু হয়,” রেডিওবাংলানেট-কে জানালেন শিলাদিত্য।
‘বারান্দা’য় দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন সাহেব চট্টোপাধ্যায় এবং ঈশান মজুমদার। ছবির কাহিনী এবং চিত্রনাট্যও শিলাদিত্যর। ছবির আবহসঙ্গীতের দায়িত্বে রয়েছেন বিকাশ জ্যোতি।
“মানুষের মনের পরিবর্তন ঘটানো খুব কঠিন। মানুষ মুখে যা বলে আর তাদের মনে যা থাকে, তা অনেক ক্ষেত্রেই আলাদা। এখানেও শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার,” বললেন শিলাদিত্য।