নিজেই সরে গেলেন শোলাঙ্কি?
RBN Web Desk: জনপ্রিয় ওয়েব সিরিজ় ‘মন্টু পাইলট’-এর পরবর্তী সিজ়নে থাকছেন না শোলাঙ্কি রায়। দেবালয় ভট্টাচার্য পরিচালিত এই সিরিজ়ের নামভূমিকায় অভিনয় করেছিলেন সৌরভ দাস। অন্যান্য চরিত্রে ছিলেন কাঞ্চন মল্লিক, চান্দ্রেয়ী ঘোষ ও সুব্রত দত্ত। সৌরভ ও শোলাঙ্কিকে কেন্দ্রীয় চরিত্রে রেখে দ্বিতীয় সিজ়ন ঘোষণাও করেছিল প্রযোজনা সংস্থা। তবে সৌরভকে ফের নামভূমিকায় দেখা গেলেও থাকছেন না শোলাঙ্কি। তাঁর পরিবর্তে ভ্রমর চরিত্রে দেখা যাবে রাফিয়াত রশিদ মিথিলাকে।
‘মন্টু পাইলট’-এর প্রযোজনা সংস্থার দাবি যে শোলাঙ্কি নিজেই সরে গেছেন। তবে এ নিয়ে স্টুডিওপাড়ায় চলছে অন্য গুঞ্জন।
অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত ‘বাবা, বেবি ও…’ ছবিতে যীশু সেনগুপ্তর বিপরীতে অভিনয় করেছেন শোলাঙ্কি। নায়িকা হিসেবে এটাই তাঁর প্রথম ছবি। কোভিড পরিস্থিতির উন্নতি হলেই ছবিটি মুক্তি পাবে। প্রায় একই সময় মুক্তি পাবে ‘মন্টু পাইলট’-এর দ্বিতীয় সিজ়ন। সূত্রের খবর, ‘বাবা, বেবি ও…’-এর প্রযোজনা সংস্থা চাইছে না ছবি মুক্তির আগেপরে শোলাঙ্কিকে অন্য কোনও চরিত্রে দেখা যাক।
আরও পড়ুন: এবার রাজেশ খান্নার বায়োপিক
শোলাঙ্কি সরে যাওয়ার পর কৌশানী মুখোপাধ্যায়, দেবলীনা চট্টোপাধ্যায় ও অনুষা বিশ্বনাথনকে ভ্রমরের চরিত্রে কাজ করার প্রস্তাব দেওয়া হয়েছিলন। শেষ পর্যন্ত মিথিলাকে চূড়ান্ত করা হয়।
তবে মিথিলার স্বামী, পরিচালক সৃজিত মুখোপাধ্যায় কোভিড পজ়িটিভ হওয়ার কারণে দুজনেই এখন নিভৃতবাসে রয়েছেন। তাই জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে ‘মন্টু পাইলট’ দ্বিতীয় সিজ়নের শ্যুটিং।