বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন সাহেব ভট্টাচার্য

RBN Web Desk: বড়সড় দুর্ঘটনার হাত হাত থেকে রক্ষা পেলেন অভিনেতা সাহেব ভট্টাচার্য (Shaheb Bhattacharjee)। গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে জেমস লং সরণিতে। ‘কথা’ ধারাবাহিকের  শুটিং সেরে শুক্রবার রাতে জোকা থেকে ফিরছিলেন সাহেব। সঙ্গে নিজের গাড়ি না থাকায় অ্যাপ ক্যাব বুক করেছিলেন। জেমস লং সরণিতে একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে ঘটে বিপত্তি। গাড়ির গতি ভালোই ছিল। তার মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় গাড়িটি। পরে স্থানীয় লোকজন গাড়ির দরজা ভেঙে বার করে সাহেব ও তাঁর সহকারীকে।

সাহেবের তেমন কোনও চোট না লাগলেও আহত হয়েছেন তাঁর সহকারী ফারুক। ঘটনার আতঙ্ক থেকে এখনও বেরোতে পারেননি তাঁরা। শোনা যাচ্ছে ওই গাড়ির ড্রাইভার মদ্যপ অবস্থায় ছিলেন। 

রাতের কলকাতায় অ্যাপ ক্যাব এখন অনেকেরই ভরসার জায়গা। সেখানে এই ধরনের ঘটনা মানুষের মনে ভয় ধরানোর জন্য যথেষ্ট। সাহেব জানিয়েছেন শুরু থেকেই ওই ড্রাইভার খারাপভাবে গাড়ি চালাচ্ছিলেন। যখন ধাক্কা লাগে সেই সময় গাড়ির গতি আন্দাজ ৮০ কিমি/ঘণ্টা মতো ছিল। ফলে ধাক্কা লেগে উল্টে গিয়ে কিছুক্ষণ সেই গতিতেই চলতে থাকে গাড়িটি।

আরও পড়ুন: শেখর-শার্লকে সাবাশ

এই ঘটনায় স্থানীয় মানুষের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় ছিল বলে জানিয়েছেন সাহেব। গাড়ি সোজা করে দরজা ভেঙে তারাই সাহেবকে বার করে আনেন। ঘাড়ে ও হাতে সামান্য চোট ছাড়া তিনি মোটামুটি অক্ষত থাকলেও সহকারী ফারুকের শরীরে কাচ বিঁধে গিয়েছিল। স্থানীয় লোকজনই তাঁদের কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর সাহেবকে ছেড়ে দেওয়া হয়। তাঁর সহকারীকে একদিন থাকতে হয় সেখানে।

দুর্ঘটনার পর সাহেবের দুটি আইফোনসহ বেশ কিছু জিনিস তিনি খুঁজে পাচ্ছিলেন না। পরে স্থানীয় লোকজন সমস্ত কিছুই খুঁজে পেয়ে তাঁর হাতে তুলে দিয়েছে। দুর্ঘটনার পরেই এই সব অচেনা মানুষের ছুটে আসা ও তৎপরতার সঙ্গে তাঁদের সাহায্য করায় মুগ্ধ সাহেব বলেছেন কলকাতা শহরের স্পিরিট সেই আগের মতই আছে। তবে অ্যাপ ক্যাবের নিরাপত্তা নিয়ে  প্রশ্ন তুলেছেন তিনি। বিপদের সময় গাড়ির কোনও এয়ার ব্যাগ কাজ করেনি কেন সেটাও এক রহস্য। পুরো ঘটনা জানিয়ে অ্যাপ ক্যাব সংস্থায় অভিযোগ জানাবেন বলে মনস্থ করেছেন সাহেব। দুর্ঘটনার আতঙ্ক কাটিয়ে আজই কাজে ফিরেছেন সাহেব। 

ছবি: এক্স




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *