থাকবেন সোনাক্ষী সিংহও
RBN Web Desk: শুধু সলমান খানই নন, আসন্ন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকবেন সোনাক্ষী সিংহও। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সলমানকে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন। সলমান সে আমন্ত্রণে সাড়া দিয়েছেন।
তবে সলমান ও সোনাক্ষী ছাড়াও বিশিষ্ট পরিচালক মহেশ ভট্ট উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। শোনা যাচ্ছে আরও বেশ কয়েকজন হিন্দি ছবির তারকাকে আমন্ত্রণ জানানো হয়েছে। গত কয়েক বছর কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে নিয়মিত এসেছেন শাহরুখ খান। তবে শাহরুখ এখনও পর্যন্ত তাঁর উপস্থিতি নিশ্চিত করেননি।
আরও পড়ুন: সৃজিতের থ্রিলারে দেব
সোনাক্ষী অভিনীত শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘ডবল এক্সএল’ (২০২২)। ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’র ছবির শ্যুটিং চলছে। ছবিটি আগামী বছর মুক্তি পাওয়ার কথা। ইতিমধ্যে ‘দহাড়’ ওয়েব সিরিজ়ে তাঁর অভিনয় প্রশংশিত হয়েছে।