বড়পর্দায় উঠে আসবে যুবরাজের জীবন
RBN Web Desk: বায়োপিক তৈরি হচ্ছে যুবরাজ সিংয়ের (Yuvraj Singh)। তাঁর বাইশ গজের কৃতিত্ব থেকে ব্যক্তিগত জীবনের লড়াই সবটাই উঠে আসবে এই ছবিতে।
গত এক দশক ধরেই হিন্দি ছবির ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় হয়েছে খেলোয়াড়দের বায়োপিক। মিলখা সিং থেকে মেরি কম, মহেন্দ্র সিং ধোনি থেকে গীতা ফোগত সবক’টি বায়োপিকই দর্শক মহলে জনপ্রিয়তা পেয়েছে। এখনও মুক্তির অপেক্ষায় আছে ঝুলন গোস্বামীকে নিয়ে তৈরি বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’ (Chakda ‘Xpress)।
আরও পড়ুন: এবার দক্ষিণের সর্বভারতীয় ছবিতে আমির?
সম্প্রতি যুবরাজকে নিয়ে বায়োপিক তৈরির কথা ঘোষণা করলেন ভূষণ কুমার ও রবি ভাগচন্দোকা। আন্তর্জাতিক ক্রিকেটের ময়দানে যুবরাজের একই ওভারে ছয়টি ছয় মারার রেকর্ড আজও কেউ ছুঁতে পারেনি। এর সঙ্গেই রয়েছে ব্যক্তিগত জীবনে ক্যান্সারের সঙ্গে লড়াই করে মূলস্রোতে ফিরে আসা তাঁর নায়কোচিত জীবনের ঘটনাও।
এই সবকিছু মিলিয়েই যুবরাজের বায়োপিক তৈরি হবে বলে আশা করা যায়। ছবির সম্ভাব্য নাম ‘সিক্স সিক্সেস’ বলে জানিয়েছেন নির্মাতারা। তবে যুবরাজের ভূমিকায় কোন অভিনেতাকে দেখা যাবে সেই নিয়ে এখনও কিছু জানা যায়নি।