সোনালী বসুর ছবিতে রানি?
RBN Web Desk: সোনালী বসুর ছবিতে কাজ করতে চলেছেন রানি মুখোপাধ্যায় (Rani Mukerji)। অন্তত এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর তেমনই। গতবছর ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে রানির অভিনয় দেখেছেন দর্শক। ছবিটি পরিচালনা করেছিলেন অসীমা ছিব্বর।
এর আগে ‘আমু’, ‘মার্গারিটা উইথ আ স্ট্র’ ও ‘স্কাই ইজ় পিঙ্ক’-এর মতো ছবি পরিচালনা করেছেন সোনালী। শোনা যাচ্ছে নতুন ছবিতে কাজ করা নিয়ে রানির সঙ্গে তাঁর চূড়ান্ত পর্যায়ের কথাবার্তা চলছে। পারিবারিক কাহিনি নিয়ে হবে এ ছবি, যদিও নাম এখনও চূড়ান্ত হয়নি। এ বছর সেপ্টেম্বর থেকে শুটিং শুরু হওয়ার কথা। আপাতত প্রি-প্রোডাকশনের কাজ চলছে। রানির বিপরীতে কোনও নামকরা অভিনেতাকে দেখা যাবে বলেই খবর।
আরও পড়ুন: জারি রইল সিংহাসনের লড়াই
১৯৯৬ সালে রাম মুখোপাধ্যায়ের ‘বিয়ের ফুল’ ছবি দিয়ে তাঁর অভিনয় জীবন শুরু করেন রানি। সে বছরই মুক্তি পায় তাঁর প্রথম হিন্দি ছবি ‘রাজা কি আয়েগি বারাত’।