মদ্যপানের পর পড়ে গিয়েই মৃত্যু, অনুমান পুলিশের
RBN Web Desk: পড়ে গিয়েই সম্ভবত মৃত্যু হয়েছে অভিনেত্রী আর্যা বন্দ্যোপাধ্যায়ের, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে তেমনই ইঙ্গিত মিলেছে। আর্যার ঘর থেকে উদ্ধার করা হয়েছে মদের বোতল ও পানমশলার প্যাকেট। রাতে খাওয়ার পর মদ্যপান করে বেসামাল হয়ে পড়ে যান আর্যা। এর ফলেই তাঁর মৃত্যু হয় বলে পুলিশের অনুমান। ওয়াইনের সঙ্গে মধু মিশিয়ে মদ্যপান করতেন আর্যা, এমনটাই সূত্রের খবর।
আর্যার ঘর থেকে উদ্ধার করা হয়েছে ওষুধ ও তাঁর চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র। আর্যা হেপাটিইটিস-বি রোগে আক্রান্ত হয়েছিলেন। কিডনির সমস্যাও ছিল। আর্যা মানসিক সমস্যায় ভুগছিলেন কিনা সেই অনুসন্ধানও করছে পুলিশ।
আরও পড়ুন: রেগে আগুন কমল মিত্র, সুবিধা হলো সত্যজিতের
‘ডার্টি পিকচার’ ও ‘লাভ সেক্স অউর ধোকা’র মতো ছবিতে অভিনয় করেছিলেন কিংবদন্তী সেতারবাদক নিখিল বন্দ্যোপাধ্যায়ের মেয়ে আর্যা।
যোধপুর পার্কের একটি ফ্ল্যাটে একাই থাকতেন আর্যা। গতকাল সকাল ১০টা নাগাদ পরিচারিকা এসে ডাকাডাকি করেও তাঁর সাড়া পাননি। ফোনও বেজে যায়। তখন তিনি প্রতিবেশীদের খবর দেন। পরে পুলিশ এসে অভিনেত্রীর মৃতদেহ উদ্ধার করে।